০৭ জানুয়ারি ২০১৯, ১৯:৫৭

মন্ত্রীরা কত টাকা বেতন পান?

  © ফাইল ফটো

দেশের নতুন মন্ত্রিসভার মন্ত্রীরা আজ সোমবার শপথ গ্রহণ করেছেন। বিকেল সাড়ে তিনটার পর বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি আব্দুল হামিদ মন্ত্রিসভার সদস্যদের শপথ করান। প্রথমে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পরে ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপ-মন্ত্রী পর্যায়ক্রমে শপথ নেন। এই মন্ত্রীরা আগামী ৫ বছরের জন্য গণতন্ত্রের সেবক হিসেবে দায়িত্ব পালন করবেন। 

এই দায়িত্ব পালনের জন্য তারা কত টাকা বেতন পাবেন? কেমন সুযোগ সুবিধা ভোগ করবেন? চলুন জেনে নেয়া যাক। 

প্রধানমন্ত্রীর বেতন-ভাতা:

দ্য প্রাইম মিনিস্টার'স (রেমুনারেশেন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬ অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে এক লাখ ১৫ হাজার টাকা। এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান এক লাখ টাকা, দৈনিক ভাতা পান তিন হাজার টাকা।

মন্ত্রীর বেতন ভাতা

দ্য মিনিস্টারস, মিনিস্টার অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬ অনুযায়ী, একজন মন্ত্রী বেতন পান মাসিক এক লাখ পাঁচ হাজার টাকা। ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা এবং চিফ হুইপরাও সমান বেতন পান।