২৯ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৪

গত ৫ নির্বাচনের ফল : আ’লীগ-বিএনপি

গত ৫ নির্বাচনের মতো এবারও লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপি জোটে।  © সংগৃহীত।

রাত পোহালেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রথমবারের মতো দেশে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে উত্সব এবং উদ্বেগের এক মিশ্র আবহ তৈরি হয়েছে দেশজুড়ে। আন্তর্জাতিক গণমাধ্যম, জাতিসংঘ ও বিভিন্ন দেশও নজর রাখছে বাংলাদেশের নির্বাচনের দিকে। প্রবাসী বাংলাদেশী যারা ভোট দিতে আসতে পারেননি তারাও চেয়ে আছেন আগামীকালের দিকে। ১৯৯০ সালে এইচ এম এরশাদের সরকার পতনের পর পাঁচ নির্বাচনের দিকে তাকালে দেখা যায় প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি দাপট দেখিয়েছে নির্বাচনগুলোতে। এবারও প্রতিদ্বন্দ্বিতা চেনা ‍দুই শিবিরে। সরকারি দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ও বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের দ্বৈরথ। যার ফলাফল জানার জন্য কাল পর্যন্ত অপেক্ষায় করতে হবে। এখন দেখে নেয়া যাক বিগত ৫ নির্বাচনের ফলাফল : 

পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন

নব্বইয়ের আন্দোলনের পর প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি। এ পঞ্চম সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৪০ আসেন জয়ী হয়ে সরকার গঠন করে। ৮৮টি আসনে জয় পায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। নির্বাচনে মোট ভোটারের ৫৫ দশমিক ৪ শতাংশ ভোট প্রদান করেন।

সপ্তম সংসদ নির্বাচন

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ সংসদ নির্বাচনে অধিকাংশ রাজনৈতিক দল অংশগ্রহণ না করায় চার মাসের মধ্যে সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই বছরেরই ৬ জুন অনুষ্ঠিত নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৪৬টিতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ জয় পায়। বিএনপি পায় ১১৬টি আসন। স্বতন্ত্রসহ বাকি দলগুলোর প্রার্থীরা ৩৮টি আসন পায়।

এর আগে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন অধিকাংশ বিরোধী দল বর্জন করেছিল। এ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ৩০০টিতেই জয়লাভ করে বিএনপি। এ নির্বাচনে ২১ শতাংশ ভোট পড়ে।

অষ্টম সংসদ নির্বাচন

২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি ১৯৩ আসন এবং আওয়ামী লীগ ৬২টি আসন পায়। বাকিরা পায় ৪৫টি আসন।

নবম সংসদ নির্বাচন

দুই বছরের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ২৩০ আসনে জয়ী হয়ে সরকার গঠন করে। বিএনপি পায় ৩০ আসন। বাকিরা ৪০টি আসনে জয়ী হয়।

দশম সংসদ নির্বাচন

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তখনকার প্রধান বিরোধী দল বিএনপিসহ অধিকাংশ দল নির্বাচন বর্জন করে। ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা জয় পায়। এ নির্বাচনে সব মিলিয়ে ২৩৪টি আসন পায় আওয়ামী লীগ। জাতীয় পার্টি ৩৪টি আসনে জয়লাভ করে। অন্যরা পায় ৩২টি আসন।