২৮ ডিসেম্বর ২০১৮, ২১:৩২

অনলাইনে ‘ভোটারের তথ্য’ সেবায় ‘সার্ভিস ইরোর’!

অনলাইনে নির্বাচন কমিশনের ভোটারের তথ্য সেবায় বিভ্রাট!  © টিডিসি ফটো

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে অনলাইনে ভোট কেন্দ্রের তথ্য জানাতে ‘ভোটারের তথ্য’ শিরোনামে সেবা চালু করেছে নির্বাচন কমিশন। তবে কমিশনের ওয়েবসাইটে গিয়ে সেবাটি মিলছে না বলে অভিযোগ পাওয়া গেছে। সাইটে প্রবেশ করে কমিশনের দেওয়া নির্দেশনা অনুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্ন শেষে ‘SERVICE ERROR !!! Failed to process and verify your request. Please try again later’ রিপ্লাই আসছে। ফলে সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন ভোটাররা।

যেভাবে পাওয়ার কথা সেবাটি : অনলাইনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার এবং ভোট কেন্দ্রের তথ্য পেতে কমিশনের ওয়েবসাইটে services.nidw.gov.bd/voter_center ঠিকানায় তথ্য প্রদান করতে হবে। তাহলে মিলবে আপনার ভোটার এলাকা, ভোটার নম্বর ও ভোট কেন্দ্র। এজন্য উপরের ঠিকানায় গিয়ে নির্ধারিত ফরমের প্রথম বক্সে জাতীয় পরিচয়পত্রের নম্বর লিখতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর লিখলেও হবে। দ্বিতীয় বক্সে লিখতে হবে আপনার জন্ম তারিখ। এরপর ক্যাপচায় দেখানো ইংরেজি বর্ণ ও সংখ্যা গুলো তৃতীয় বক্সে লিখে ‘ভোটার তথ্য দেখুন’ ট্যাবে ক্লিক করতে হবে।

সেবা না পেয়ে ভোটারের প্রতিক্রিয়া : উপরোল্লিখিত তথ্য দিয়ে অনলাইনে সেবাটি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে ভোটারদের। যা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও। বিষয়টিতে অনেকেই ‘সার্ভিস ইরোর’, ওল্ডার সার্ভিস, ‘মেজাজ খারাপ হয়’ বলে মন্তব্য করেছেন। কেউ আবার ‘ভুয়া’ বলেও মন্তব্য করেছেন।