১৯ ডিসেম্বর ২০১৮, ১৬:৪৭

বরিশালে ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী নাসরিন আটক

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন

বরিশালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে গণসংযোগ চালানোর সময়  ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিনকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টায় নগরের চৌমাথার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে আটক করা হয় তাকে।

ছাত্রদল থেকে জানানো হয়, বেলা ১১ টার দিকে সৈয়দ হাতেম আলী কলেজ ক্যাম্পাসে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ারের স্ত্রী নাসিমা সরোয়ার গণসংযোগ শুরু করেন। এ সময় ছাত্রদল নেত্রী নাসরিনও গণসংযোগ করেন। পরে নাসরিনকে পুলিশ আটক করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।