লাঙ্গলে ভোট চাইলেন জবি উপাচার্য
আসন্ন সংসদ নির্বাচনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান লাঙ্গল প্রতীকে ভোট চেয়েছেন।আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে এক নির্বাচনী জনসভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদের পক্ষে ভোট চান তিনি। কাজী ফিরোজ রশীদ ঢাকা-৬ আসনে মহাজোট মনোনীত সংসদ সদস্যপ্রার্থী।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান ফিরোজ রশীদের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘পুরান ঢাকায় কাজী ফিরোজ রশীদ ছাড়া আর কেউ যোগ্য প্রার্থী নেই। আগামী নির্বাচনে সবাইকে ফিরোজ রশীদের পক্ষে এক্যৈবদ্ধ ভাবে কাজ করতে হবে।’
এসময় কাজি ফিরোজ রশীদ বলেন, আমি জিতলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জিতবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার নির্বাচিত হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি মডেল বিশ্ববিদ্যালয় হবে। এই ক্যাম্পাস দেখতে দেশে বিদেশ থেকে মানুষ আসবে। এখনকার ভবনগুলি বিশ্ববিদ্যালয়ের আদলে তৈরি নয়।নতুন ক্যাম্পাসে সকল কিছু অত্যাধুনিক করে করা হবে।
নির্বাচনের বিষয়ে কাজী ফিরোজ রশীদ বলেন, আজকে দেশে দুটি শক্তি একটা স্বাধীনতার পক্ষে অন্যটা স্বাধীনতার বিপক্ষে।যাদের এদেশে থাকার অধিকার নেই তারা কিভাবে ভোট চায়। দেশকে অপশক্তির হাত থেকে রক্ষার জন্য এ নির্বাচন। দেশে যাতে কোনো অপশক্তি ক্ষমতায় আসতে না পারে সেজন্য আমরা মহাজোটের পক্ষে এ নির্বাচনে নেমেছি।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেলের সঞ্চালনায় কবি নজরুল কলেজ,সোহরাওয়ার্দী কলেজের ছাত্রলীগ ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্রাপুর, গেন্ডারিয়া, ওয়ারী ও কোতোয়ালি থানার একাংশ নিয়ে ঢাকা-৬ আসন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ওয়ার্ড আছে ১১টি। আসনটিতে ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ।