একাদশ জাতীয় সংসদ নির্বাচন

ছাত্রলীগের তিন নেতার হাতে প্রথমবারের মত নৌকার বৈঠা

বামে থেকে এনামুল হক শামীম, অসীম কুমার উকিল ও সাইফুজ্জামান শিখর
বামে থেকে এনামুল হক শামীম, অসীম কুমার উকিল ও সাইফুজ্জামান শিখর

সব কল্পনা-জল্পনা অবসান ঘটিয়ে প্রথমবারের মত নৌকা মার্কায় জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন পেলেন ছাত্রলীগের সাবেক তিন নেতা। রবিবার আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক ছাত্রলীগ নেতা এনামুল হক শামীম, সাইফুজ্জামান শিখর ও অসীম কুমার উকিলকে এ মনোনয়নে দেয়া হয়। ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রতীক নিয়ে ভোট করার সুযোগ পেলেন এ নেতারা।

এবার একাদশ জাতীয় সংসদে শরীয়তপুর-২ আসনে প্রথমবারের মত নির্বাচন করবেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এনামুল হক শামীম। ১৯৯৪ থেকে ১৯৯৮ পর্যন্ত তিনি এ পদে ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি ছিলেন। বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। সক্রিয় রাজনীতির পাশাপাশি তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিচালনার সঙ্গে জড়িত। 

নেত্রকোণা-৩ আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন মনোনয়ন পেলেন সাবেক আরেক ছাত্রলীগ নেতা অসীম কুমার উকিল। তিনি ১৯৮৮-১৯৯২ পর্যন্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক।

মাগুরা-১ আসনে প্রথমবারের মত নৌকা প্রতীকে নির্বাচন করার সুযোগ পেলেন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শিখর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী সচিব (এপিএস) ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মাগুরার সাবেক সংসদ সদস্য মরহুম আসাদুজ্জামানের চতুর্থ সন্তান সাইফুজ্জামান শিখর।

এদিকে ছাত্রলীগের পুরনো নেতাদের মধ্যে ওবায়দুল কাদের, ইকবালুর রহীম, নজরুল ইসলাম বাবু, পঙ্কজ দেবনাথসহ কয়েকজন  মনোনয়নপ্রাপ্তির ধারা অব্যাহত রেখেছেন। আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি ১৯৭৮ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির পদে ছিলেন। এবার নোয়াখালী-৫ আসন থেকে নির্বাচন করবেন। 

২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন নজরুল ইসলাম বাবু। নবম ও দশম সংসদে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। নারায়ণগঞ্জ-২। এবারো মনোনয়ন পেয়েছেন।

১৯৯২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত সাধারণ সম্পাদক ছিলেন ইকবালুর রহীম। দশম সংসদ নির্বাচনে দিনাজপুর সদর থেকে সংসদ সদস্য হয়ে বর্তমান সংসদের একজন হুইপ। তিনি নির্বাচন করবেন দিনাজপুর-৩ আসন থেকে। ছাত্রলীগের সাবেক নেতা পঙ্কজ দেবনাথ বরিশাল ৪ আসনে নৌকার বৈঠা হাতে পেয়েছেন। 

আশা জাগিয়েও মনোনয়ন পাননি অনেকে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নিয়ে ছাত্রলীগের সাবেক নেতাদের মধ্যে দৌঁড়ঝাপ ছিল অন্যবারের তুলনায় চোখে পড়ার মত। দেশের বিভিন্ন আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন পত্র কিনেছিলেন এ সাবেক ছাত্রনেতারা। ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-মধুখালী-বোয়ালমারি) আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার। খুলনা-৩ আসনে মনোনয়ন পত্র নিয়েছিলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন। চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে মনোনয়ন দৌঁড়ে আলোচনায় ছিলেন ছাত্রলীগের সাবেক নেতা সুজিত রায় নন্দী।

গাইবান্ধা-৫ আসনে নিয়মিত গণসংযোগ করছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। পটুয়াখালী-১ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন ছাত্রলীগের সাবেক নেতা এডভোকেট আফজাল হোসেন। নরসিংদী-৫ (রায়পুরা) আসনে মনোনয়ন প্রার্থী ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এডভোকেট রিয়াজুল কবির কাওছার। চট্টগ্রাম-৬ আসনে মনোনয়ন পত্র কিনেছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন।

এছাড়া আওয়ামীগ থেকে মনোনয়ন প্রত্যাশী অন্য সাবেক ছাত্রনেতাদের মধ্যে ছিলেন- ছাত্রলীগের সাবেক সহসভাপতি আমিনুল ইসলাম আমিন, সাবেক সহ সভাপতি জহির উদ্দিন মাহমুদ লিপটন, সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাবেক সহসভাপতি এডভোকেট বলরাম পোদ্দার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপু, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফ, সাবেক নেত্রী মারুফা আক্তার পপি। 


সর্বশেষ সংবাদ