২৫ নভেম্বর ২০১৮, ১১:০৯

শিক্ষামন্ত্রীর সভা বর্জন করল আ’লীগ নেতাকর্মীরা

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ  © ফাইল ফটো

শিক্ষামন্ত্রীর নির্বাচনী সভা বর্জন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার সিলেটের গোলাপগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করেছিল। সভা শুরুর সঙ্গে সঙ্গে দলের দু’পক্ষের স্লোগান দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফলে নেতাকর্মীরা সভাস্থল ত্যাগ করে চলে যায়।

জানা যায়, শনিবার সকালে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ সভা শুরু হয়। সভা শুরুর সঙ্গে সঙ্গে দলের দু’পক্ষের স্লোগান দেয়াকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সভায় আসা দলীয় নেতাকর্মীদের কোনো বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হয়নি। মন্ত্রী নিজেই বক্তব্য দিয়ে সভাস্থল ত্যাগ করেন। এরপর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী সভাপতির বক্তব্য দিয়েই সভার সমাপ্তি ঘোষণা করেন। সভায় উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নের দলীয় নেতারা অনুপস্থিত ছিলেন।

কর্মীসভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেন, গোলাপগঞ্জে আওয়ামী লীগে কোনো বিভেদ নাই। অতীতে আমার অনেক ভুলত্রুটি হয়েছে। মন্ত্রী হওয়ায় আমার অনেক সীমাবদ্ধতা ছিল। ভুলত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আসন্ন নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন করে সবাইকে নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে।

মান-অভিমান ভুলে সিলেট-৬ আসন প্রধানমন্ত্রীকে উপহার দিতে সব নেতাকর্মীকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম সোয়েব, গোলাপগঞ্জ পৌরসভা মেয়র আমিনুল ইসলাম রাবেল, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক মিজানুর রহমান রিংকু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহিন আহমদ খান, উপজেলা যুবলীগের আহ্বায়ক ওয়েছুর রহমান ওয়েছ, লুৎফুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম-সম্পাদক মনসুর আহমদ।