ফেসবুকে ছড়িয়ে পড়া আজহারির সেই ছবি ভুয়া
সকল মাহফিল স্থগিতের ঘোষণা দিয়ে মালয়েশিয়া চলে যাওয়ার কথা জানিয়েছেন দেশের আলোচিত ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। গত ২৯ জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি। এর পর থেকেই তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
তবে আরো একটি কারণে ফেসবুকে আলোচনায় রয়েছেন আজহারী। তার একটি ছবি ছড়িয়ে পড়ার পর সেটি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। তবে ওই ছবি ভুয়া বলে বিডি ফ্যাক্টচেকের এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে।
বিডি ফ্যাক্টচেক তাদের ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছে, ‘আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারিকে নিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ‘গুজবে কান দিবেন না’ এবং ‘ছাগু দমন কমিশন’ নামে দুইটা ফেইসবুক পেজ থেকে এই ছবি শেয়ার দেয়া হয়েছে। ছবিটি আসলে ভুয়া।
পড়ুন: মালয়েশিয়া ফিরছেন আজহারী, ফেসবুকে স্ট্যাটাস
ছবিটিতে মিজানুর রহমান আজহারির ছবি অন্য ছবি থেকে ক্রপ করে এনে বসানো হয়েছে। মূলত ছবিটি নেয়া হয়েছে ‘TahseeNation’ নামক একটি ফেসবুক পেজ থেকে। গত পহেলা ফেব্রুয়ারি মূল ছবিটি এই পেজে শেয়ার করা হয়।’
মূল ছবি দেখতে এখানে ক্লিক করুন। অথবা নিচের লিংক দেখুন।