আ.লীগকে সঙ্গে নিয়ে আন্দোলন, এমন ঘোষণা দেননি সালাহউদ্দিন আহমদ

০৪ জুন ২০২৫, ০২:৪৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০৯:১২ PM
সালাহউদ্দিন আহমদ

সালাহউদ্দিন আহমদ © সংগৃহীত

সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে জড়িয়ে জাতীয় একটি পত্রিকার ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হযেছে। ফটোকার্ডটিতে দাবি করা হয়, সালাহউদ্দিন আহমদ বলেছেন ‘ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে নয়তো আওয়ামীলীগকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুত্থানের আন্দোলন করবে বিএনপি।’

তবে তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না দিলে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে আন্দোলন করা হবে, বিএনপি সালাহউদ্দিন আহমদ এমন কোনো মন্তব্য করেননি এবং ওই দাবিতে ওই পত্রিকারও কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। বরং পত্রিকাটির প্রকাশিত ভিন্ন শিরোনামের একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে পত্রিকার নাম, লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ‘৩১ মে ২০২৫’ উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন : চাটমোহরের ৬৮ শিক্ষার্থীকে নিয়ে প্রশাসনের ব্যতিক্রমী আয়োজন, কাঁদলেন অভিভাবকরা

তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে পত্রিকার ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করলে আলোচিত দাবিতে প্রচারিত কোনো ফটোকার্ড বা সংবাদ পাওয়া যায়নি। তবে গত ৩১ মে গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে একটিও কারণ নেই এর বাইরে যাওয়ার : সালাহউদ্দিন আহমদ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ওই ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে এই ফটোকার্ডটির শিরোনাম ছাড়া ডিজাইন ও ছবির হুবহু মিল রয়েছে।

ওই পত্রিকার ফটোকার্ড পোস্টের মন্তব্যের ঘরে দেওয়া প্রতিবেদন থেকে জানা যায়, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে। এটা বাংলাদেশের মানুষের দাবি। একটিও কারণ নেই ডিসেম্বরের বাইরে নির্বাচন যাওয়ার। সংস্কার ও নির্বাচন চলমান প্রক্রিয়া।’

গত ৩১ মে রাজধানীতে কৃষক দলের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ওই প্রতিবেদনে আওয়ামী লীগকে সঙ্গে নেওয়ার বিষয়ে আলোচিত মন্তব্যটির কোনো উল্লেখ পাওয়া যায়নি।

এ ছাড়া প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও সালাহউদ্দিন আহমদের আলোচিত মন্তব্যটি করার সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন
  • ০১ জানুয়ারি ২০২৬
‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের আগেই এনসিপির গ্রুপ থেকে বের করে দেয়া হয় তাসনিম জা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘এর চেয়ে বিকট আওয়াজ আর আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়’
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বছর শেষে দুঃসংবাদ পেলেন এমবাপে
  • ৩১ ডিসেম্বর ২০২৫