২৪ অক্টোবর ২০২৪, ১৬:৪৪
গুজব প্রতিরোধে ফ্যাক্ট-চেকিং পেজ চালু সরকারের
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে একটি ফ্যাক্ট-চেকিং ফেসবুক পেজ (CA Press Wing Fact-Check) চালু করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। সবাইকে পেজটির সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফেসবুকের ভেরিফায়েড পেজ থেকে এক পোস্টে এই তথ্য জানানো হয়।
এখানে ক্লিক করে পেজটি দেখুন
জানা গেছে, পেজটিতে প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের সত্যতা তুলে ধরা হবে।