০৪ অক্টোবর ২০২৪, ১০:০১

ঢাবি ছাত্রলীগ কর্মীকে জেনেভা ক্যাম্পে হত্যার ভুয়া দাবি ফেসবুকে

ঢাবি ছাত্রলীগ কর্মীকে জেনেভা ক্যাম্পে হত্যার দাবি করে দেওয়া ফেসবুক স্ট্যাটাস  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের এক কর্মীকে গত বুধবার রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে হত্যা করা হয়েছে- এমন দাবি করে ফেসবুকে শেয়ার করছেন অনেকে। কেউ কেউ একটি ভিডিও কমেন্টে দিয়ে পোস্ট শেয়ার করছেন নিজেদের ওয়ালে ও বিভিন্ন গ্রুপে। এ ঘটনায় জড়িতদের শাস্তি চেয়েছেন অনেকে। তবে জেনেভা ক্যাম্পে এ ধরনের ঘটনা ঘটেনি বলে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন। আর গুগল সার্চ করে দেখা যায়, ছড়িয়ে পড়া ভিডিওটি অন্তত ২০১৮ সাল থেকে ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।

গতকাল বৃহস্পতিবার ফেসবুকে একটি পোস্ট অনেকে শেয়ার করছেন। তারা প্রায় সবাই ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ও সমর্থক। স্ট্যাটাসে বলা হচ্ছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগ কর্মী কাল জেনেভা ক্যাম্পে জবেহ হলো। আপনারা কী চান আমি তার মৃত্যু ভুলে যাবো? আপনারা কী চান আমি খুনীদের ক্ষমা করে দিবো? কেনো? বলবেন?’ পোস্ট দেখুন এখানে এবং এখানে

তাদের ভাষ্য অনুযায়ী, গত বুধবার জেনেভা ক্যাম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ কর্মীর গলা কেটে হত্যা করা হয়েছে। বিষয়টি জানতে পরে কথা বলা হয়েছে রাজধানীর মোহাম্মদ থানা পুলিশের সঙ্গে। 

এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান শুক্রবার (৪ অক্টোবর) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জেনেভা ক্যাম্পের এ ধরনের কোনও ঘটনা আমাদের জানা নেই। কেউ এ ধরনের অভিযোগও করেনি।’

আরো পড়ুন: সেপ্টেম্বরে ২৮ জনকে গণপিটুনি দিয়ে হত্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদও এ ধরনের কোনও খবর পাননি। তিনি শুক্রবার সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমি বৃহস্পতিবার রাত ১১টার সময়ও গোয়েন্দা সংস্থার সঙ্গে কথা বলেছি। এমন তথ্য তারা জানায়নি। অন্য কোনও মাধ্যমেও এমন কোনও খবর পাইনি। এটি ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।’

ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের সিনিয়র ফ্যাক্ট চেকার সাজ্জাদ হোসাইন চৌধুরী ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘জবাই করে হত্যার ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়। অন্তত ২০১৮ সাল থেকে ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।’