নতুন ধাঁচের বিজ্ঞাপনে দেখা গেল মোশারফ করিমকে
অকারণে হর্ন বাজানো বন্ধে সচেতনতা তৈরি করতে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে নির্মিত একটি বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সাড়া ফেলেছে। এতে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম বাসচালকের চরিত্রে অভিনয় করেছেন।
শুক্রবার (৯ মে) ফেসবুকে প্রকাশের পর থেকে ভিডিওটি ইতোমধ্যে প্রায় এক কোটি দর্শকের কাছে পৌঁছেছে। ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় তৈরি এ বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন মেহেদী রনি। এতে মোশাররফ করিমের সহকারী হেল্পারের ভূমিকায় দেখা গেছে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে, যিনি ফেসবুকে বেশ পরিচিত মুখ।
জানা গেছে, অকারণে হর্ন না বাজাতে উদ্বুদ্ধ করতে প্রচারিত বিজ্ঞাপনটি দেখে নেটিজেনরা ইতিবাচক মন্তব্য করেছেন। বিজ্ঞাপনে মোশাররফ করিমের সংলাপ ‘বাজাব না অকারণে হর্ন, কমাব শব্দদূষণ’ নিজেরা মেনে চলার পাশাপাশি অন্যদেরও মেনে চলার পরামর্শ দিয়ে মন্তব্য করেছেন অসংখ্য নেটিজেন।
খুব অল্পসময়ে বিজ্ঞাপনটি ব্যাপক সাড়া পাওয়ার ব্যাপারে জানতে চাইলে মোশাররফ করিম বলেন, ‘আমার নিজেরও এমন ভাবনা ছিল যে, এ ধরনের যে কোনো কাজ পেলে আমি করব। কারণ আমি এর আগেও সচেতনতামূলক বেশ কিছু কাজ করেছি।’