২০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৯

দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় বাড়ল

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কর্তৃক আয়োজিত দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় ১৫ অক্টোবর ২০১৮ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। প্রতিযোগিতার জন্য নির্ধারিত বিষয় ‘দুর্নীতি’।
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরষ্কার বিজয়ী প্রাইজ মানি হিসেবে পাবেন যথাক্রমে ৭৫,০০০ (পচাঁত্তর হাজার) ৫০,০০০ (পঞ্চাশ হাজার) ও ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা, ক্রেস্ট এবং সনদপত্র। এছাড়া বিশেষ মনোনয়নপ্রাপ্ত ৩০টি কার্টুনের বিজয়ীদের জন্য রয়েছে সনদপত্রসহ ৫,০০০ (পাঁচ হাজার) টাকার প্রাইজবন্ড।

প্রেরিত কার্টুনের সাথে প্রতিযোগীর এক কপি ছবি (পাসপোর্ট সাইজ), বয়সের প্রত্যয়ণপত্র (স্কুল কর্তৃপক্ষ প্রদত্ত/জাতীয় পরিচয়পত্র/মাধ্যমিক বা উচ্চ-মাধ্যমিক পরীক্ষার সনদ/পাসপোর্ট), অঙ্গীকারনামা এবং যোগাযোগের পূর্ণ ঠিকানা ও ফোন নম্বর প্রদান করতে হবে।

এ বিষয়ে ৯১২৪৭৮৮-৮৯, ৯১২৪৭৯২, মোবাইল- ০১৭১১৪০৫১৪৮ (ছুটির দিন ব্যতীত সকাল ৯টা-৫টা) নম্বরে ফোন করে এবং www.facebook.com/TIBangladesh এ বিস্তারিত জানা যাবে।