০৪ আগস্ট ২০১৮, ০০:১৯

ঢাবিতে দিনব্যাপী ফটোগ্রাফি বিষয়ক কর্মশালা

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের ফটোসেশন

ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস) ও সনি র‍্যাংগস্ বাংলাদেশ এর যৌথ আয়োজনে ‘লাইটিং ট্যাকনিক ইন পোট্রেট ফটোগ্রাফি’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লেকচার থিয়েটার ভবনে আয়োজিত এ কর্মশালায় মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন ‘চ্যাকমেট ইভেন্টস’ এর ক্রিয়েটিভ কোচ এম আমিনুর রহমান। 

কর্মশালা সম্পাদনা শেষে সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও অার্থ এন্ড এনভাইরনমেন্টাল সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ডঃ এ এস এম মাকসুদ কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির (ডিইউপিএস) উপদেষ্টা এবং নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক হাসান এ শাফি।

কর্মশালায় বিবাহে আলোকচিত্র বিষয়ের খুটিনাটি এবং পোট্রেট ফটোগ্রাফিতে লাইটিং হাতেকলমে দেখানো এবং শেখানো হয়।