০১ জুন ২০১৮, ২১:৪০
যুক্তরাজ্যের এজ হিল ইউনিভার্সিটিতে রোহিঙ্গা বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী শুরু
মিয়ানমারের রাখাইন অঞ্চলে নির্যাতিত হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীদের দুঃখ-দুর্দশার কথা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে যুক্তরাজ্যের এজ হিল ইউনিভার্সিটিতে আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
বাংলাদেশী ফটো সাংবাদিক ফোজিত শেখ বাবুর হু আর দ্যা নিউ ‘বোট পিপল?’ শীর্ষক এ আলোকচিত্র প্রদর্শনী চলবে ১৪ জুন পর্যন্ত। বৃহস্পতিবার এ প্রদর্শনীর উদ্বোধন করেন এজ হিল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. জন কাটার। প্রতিদিন বিশ্ববিদ্যালয় চলাকালীন সময়ে সকলের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী।
এ প্রদর্শনীতে ফোজিত শেখ বাবুর তোলা ৩৫টি ছবি প্রদর্শন করা হচ্ছে। প্রদর্শনীতে আগত দর্শনার্থীরা রোহিঙ্গাদের মর্মান্তিক ছবিগুলো দেখে মিয়ানমারের বিরুদ্ধে সারা বিশ্বকে সজাগ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, এখনই এই সমস্যার সমাধাণ না করা হলে অদূর ভবিষ্যতে বিশ্বকে এর খেসারত দিতে হবে।