পরিচালক কাজল আরেফিন মারা গেছেন
আশির দশকে সাড়া জাগানো সিনেমা ‘সুরুজ মিয়া’র পরিচালক কাজল আরেফিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা তারিক আনাম খান। তিনি বলেন, ‘অসম্ভব গুণী একজন পরিচালক ছিলেন কাজল আরেফিন। তার মৃত্যুর খবর শুনে কষ্ট পেয়েছি। তার আত্মা শান্তিতে থাকুক।’
১৯৪৮ সালের ১৮ এপ্রিল জামালপুরে জন্মগ্রহণ করেন কাজল আরেফিন। দীর্ঘদিন আমেরিকায় বসবাস করে গত মার্চে স্ত্রীকে নিয়ে দেশে ফেরেন তিনি।
আরও পড়ুন: ‘গল্পের জাদুকর’ হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ।
উল্লেখ্য, আশির দশকে দর্শকের মনে সাড়া জাগানো সিনেমা ছিল ‘সুরুজ মিয়া’। যা এখনো দর্শককে প্রভাবিত করে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন তারিক আনাম খান। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী রোজিনা। এতে আরও অভিনয় করেছিলেন গোলাম মুস্তাফা ও সুবর্ণা মুস্তাফা।
কাজল আরেফিন বেশ কিছু সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। সেগুলোর মধ্যে রয়েছে- ‘সূর্য দীঘল বাড়ি’, ‘গোলাপি এখন ট্রেনে’ ও ‘ভাত দে’র মতো বিখ্যাত চলচ্চিত্র।