শর্মিলী আহমেদের মৃত্যু সংস্কৃতিক অঙ্গনে অভাবনীয় ক্ষতি: রাবি ভিসি

অভিনেত্রী শর্মিলী আহমেদ ও রাবি ভিসি
অভিনেত্রী শর্মিলী আহমেদ ও রাবি ভিসি  © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, অভিনেত্রী শর্মিলী আহমেদের মৃত্যু সাংস্কৃতিক অঙ্গনে অভাবনীয় ক্ষতি। এ ক্ষতি কখনো পূরণ হওয়ার নয়। মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বড় অবদান রাখার পাশাপাশি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি।

শনিবার (৯ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক শোকবার্তায় এসব কথা বলেন তিনি।

এছাড়া অভিনেত্রী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী শর্মিলী আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন উপাচার্য। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অভিনেত্রী শর্মিলী আহমেদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। 

মঞ্চ, টেলিভিশন নাটক ও সিনেমার প্রখ্যাত অভিনেত্রী শর্মিলী আহমেদের প্রকৃত নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে রাজশাহীতে জন্মগ্রহণ করেন তিনি। ৪ বছর বয়সে অভিনয় জগতে পা দেন দেশবরেণ্য এ অভিনেত্রী। তিনি রাজশাহী বেতারের শিল্পী ছিলেন। ১৯৬৪ সালে চলচ্চিত্রাঙ্গনে নাম লেখান শর্মিলী। সুভাষ দত্তের ‘আলিঙ্গন’, ‘আয়না ও অবশিষ্ট’ এবং ‘আবির্ভাব’ চলচ্চিত্র দিয়ে সুপরিচিত হয়ে ওঠেন অভিনেত্রী শর্মিলী আহমেদ।

শর্মিলী আহমেদের স্বামী রকিবউদ্দিন আহমেদও ছিলেন পরিচালক। তাঁর নির্মিত ‘পলাতক’ ছবিতে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ। স্বাধীনতাপূর্ববর্তী সময়ে আরও কয়েকটি উর্দু ছবিতেও তিনি অভিনয় করেন। স্বাধীনতার পর ‘রূপালী সৈকতে’, ‘আগুন’, ‘দহন’-এর মতো জনপ্রিয় সব চলচ্চিত্রে ছিল তাঁর সরব উপস্থিতি।

শর্মিলী আহমেদ অভিনীত উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে—'মালঞ্চ', 'দম্পতি', 'আগুন', 'আবির্ভাব', 'পৌষ ফাগুনের পালা', 'মেহেরজান', 'আবার হাওয়া বদল (২০১৪)', 'বৃষ্টির পরে (২০০৫)', 'আমাদের আনন্দ বাড়ি (২০০৫)', 'আঁচল (২০০৬)', 'আগন্তুক (২০০৫)', 'ছেলেটি (২০১১)', 'উপসংহার (২০১০)' ইত্যাদি।

এ পর্যন্ত প্রায় ৪০০ নাটক ও ১৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন এ অভিনেত্রী। সবার মন জয় করেছেন সাবলীল অভিনয় দিয়ে। অভিনয়জীবনে মায়ের চরিত্রে এত বেশি অভিনয় করেছেন যে বিনোদন অঙ্গনে তিনি সবার কাছে ‘মা’ হিসেবেই পরিচিত ছিলেন। সবাই তাঁকে ‘শর্মিলী মা’ বলেই ডাকতেন। অবশেষে সকলকে কাঁদিয়ে গত ৮ জুলাই ৭৫ বছর বয়সে নিজ বাসায় পরলোক গমন করেন অভিনেতী শর্মিলী আহমেদ।


সর্বশেষ সংবাদ