স্বাধীনতা সংসদ সম্মাননা ‘এডুকেশন এ্যাওয়ার্ড’ পেলেন শিক্ষাবিদ ড. সোবহানী

১৭ এপ্রিল ২০২২, ১০:০৬ PM

© টিডিসি ফটো

‘স্বাধীনতা সংসদ’ জাতীয় উন্নয়নে অবদানের জন্য বিগত ৩১ বছর তথা ১৯৯১ সাল থেকে প্রত্যেক বছর বিশেষ সম্মাননা স্মারক প্রদান করে আসছে। সংগঠনের প্রতিষ্ঠাতা শাহেদ আহমেদের পরিচালনায় স্বাধীনতার চেতনাকে ধারণ করে এ প্রতিষ্ঠানটি জন্মলগ্ন থেকে জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

স্বাধীনতা সংসদ গতকাল শনিবার (১৬ এপ্রিল) ‘জাতীয় উন্নয়নে শিক্ষার ভূমিকা: ধর্মীয় দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শিক্ষাবিদ প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীকে স্বাধীনতা সংসদ সম্মাননা ‘এডুকেশন এ্যাওয়ার্ড ২০২২’ প্রদান করা হয়।

স্বাধীনতা সংসদ সম্মাননায় ভূষিত প্রফেসর সোবহানী বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এর স্কুল অব বিজনেস এর একজন ডিরেক্টর এবং বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (BSPUA) এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (BSHRM), চট্টগ্রাম এর তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি ইউনিভার্সিটি টেকনোলজি মারা (ARI-UiTM), মালয়েশিয়া এর একজন ভিজিটিং প্রফেসর। ফেডারেশন অফ বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (FBHRO) এর ভাইস প্রেসিডেন্ট হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। তিনি এজাইল ইন এডুকেশন ইউএসএ এর বোর্ড মেম্বার এবং রেজিস্টার্ড স্ক্রাম মাস্টার (RSM)। ড. সোবহানী বেলজিয়ামের ইউনিভার্সিটি অফ এনটর্প (UoA) থেকে প্রকল্প ব্যবস্থাপনায় দ্বিতীয় মাস্টার ডিগ্রি এবং ইউনিভার্সিটি সাইন্স মালয়েশিয়া (USM) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।‌

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সম্মাননা স্মারক গ্রহণকারী প্রফেসর ড. এফ. এ. সোবহানী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচি মো. জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীনতা সংসদের অন্যতম উপদেষ্টা এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির উপদেষ্টা ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ ন ম মেশকাত উদ্দিন।

রাজধানীর এক চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এই আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় উন্নয়নে শিক্ষার ভূমিকা, এর পর্যালোচনা ও মূল্যায়নের কোনো বিকল্প নেই। তারা বলেন, শিক্ষা, উন্নয়ন ও ধর্ম- এ তিনটি বিষয় ওতপ্রোতভাবে জড়িত।

তারা আরও বলেন, অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ আজ এগিয়ে গেলেও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দেশ এখনো অনেক পিছিয়ে। বর্তমান ক্রমাবনত নৈতিক অবক্ষয় রোধে তারা ধর্মীয় শিক্ষার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
কুবিতে ‘পাটাতন’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ
  • ১৯ জানুয়ারি ২০২৬
কাল ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9