‘বঙ্গবন্ধু চেয়ার’ হিসেবে যোগদানে জার্মান গেলেন অধ্যাপক হারুন-অর-রশিদ

অধ্যাপক হারুন-অর-রশিদ
অধ্যাপক হারুন-অর-রশিদ  © ফাইল ফটো

জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ হিসেবে যোগ দিতে জার্মানী যাচ্ছেন অধ্যাপক হারুন-অর-রশিদ।  

বুধবার (১ সেপ্টেম্বর) ভোরে কাতার এয়ারওয়েজের একটি বিমানে সস্ত্রীক জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য।

গত ৩১ শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘প্রফেসরিয়াল ফেলোশিপ’ পেয়ে হাইডেলবার্গ ইউনিভার্সিটির বাংলাদেশ চেয়ার নির্বাচিত হন অধ্যাপক হারুন।

ফেলোশিপের আওতায় ড. হারুন ‘বাংলাদেশ লেকচারস’ নামে লেকচার প্রদান করবেন। পাশাপাশি সেখানের বিভাগীয় সভা, সেমিনার, কনফারেন্সে অংশগ্রহণ করবেন তিনি।

বিভিন্ন গবেষণা কার্যক্রমের পাশাপাশি শিক্ষণের নতুন উদ্যোগ ও উদ্ভাবনেও কাজ করবেন প্রথিতযশা এই রাষ্ট্রবিজ্ঞানী।

হাইডেলবার্গে বঙ্গবন্ধু চেয়ার হিসেবে মনোনীত হয়ে জার্মানি যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

একই সাথে বঙ্গবন্ধু চেয়ার হিসেবে জার্মানিতে সফলভাবে গবেষণা সম্পন্ন করে আবার দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, বঙ্গবন্ধু চেয়ার মনোনীত হওয়ার আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দুই মেয়াদে আট বছর দায়িত্ব পালন করেন অধ্যাপক হারুন।


সর্বশেষ সংবাদ