২২ জুন ২০২১, ১০:১৩

ইউপিএলের মহিউদ্দিন আহমেদের ইন্তেকাল

দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদ  © ফেসবুক থেকে সংগৃহীত

দেশের অন্যতম প্রবীণ প্রকাশক দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দিবাগত রাত একটায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। আজ ভোরে এ তথ্য জানিয়ে ফেসবুকে পোষ্ট দেন তার মেয়ে ও ইউপিএলের পরিচালক মাহরুখ মহিউদ্দিন। তাঁর নামাজে জানাজা আজ মঙ্গলবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।

মাহরুখ মহিউদ্দিন জানান, তাঁর বাবা প্রায় ২০ বছর ধরে মস্তিষ্কের রোগ পারকিনসন’স এ ভুগছিলেন। কিছুদিন আগে তিনি করোনাভাইরাস থেকে সেরে ওঠেন।

মাহরুখ মহিউদ্দিন তার ফেসবুকে লিখেছেন-
My father, Publisher Emeritus Mohiuddin Ahmed breathed his last at 12:59am this morning, at the age of 77. His namaaz-e-janaza will be held at Gulshan Azad mosque after Zuhr prayers today. He has been a brave survivor of Parkinson's disease for nearly 20 years, fought a strong battle with Covid and survived. He fiercely loved and nurtured his family and friends, and dedicated his life towards creating a just, conscientious, reading society.

উল্লেখ্য, মহিউদ্দিন আহমেদ ১৯৭৪ সালে দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) প্রতিষ্ঠা করেন। এটি ইংরেজি, বাংলা উভয় ভাষায় শিক্ষামূলক, শিক্ষায়তনিক এবং পাণ্ডিত্যপূর্ণ বই প্রকাশ করে। ইউপিএল যুক্তরাজ্য, ভারত এবং পাকিস্তানসহ বিদেশি প্রকাশকদের বই বাংলাদেশে পরিবেশন করে। আগস্ট ২০২০-এর হিসাব অনুযায়ী, ইউপিএল ৮০০টি বই প্রকাশ করেছে যার মধ্যে প্রায় ৬০০টি তাদের নিজস্ব প্রকাশনা। জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটিও প্রকাশ করেছে ইউপিএল। যার প্রকাশক ছিলেন মহিউদ্দিন আহমেদ।

মহিউদ্দিন আহমেদকে ২০১৪ সালে ‘ইমেরিটাস প্রকাশক’ সম্মাননা দেয় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।