করোনায় মারা গেলেন বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিক শফিউজ্জামান খান লোদী
বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার উজ্জ্বল নাম শফিউজ্জামান খান লোদী আর নেই। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
লোদীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা এস এ হক অলীক। তিনি ফেসবুকে লিখেছেন, ‘কীভাবে কি লিখবো! মহসিন স্যারের জানাজা শেষ করতে পারি নাই। এখন খান লোদী ভাই ও চলে গেলেন। শরীরে শক্তি পাচ্ছি না। আল্লাহ্ তুমি আমাদের মাফ করেই দাও।’
জানা যায়, করোনা পজিটিভ আসার পর প্রথমে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন শফিউজ্জামান খান লোদী। অবস্থার অবনতি হলে তাকে উত্তরার জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে গত চারদিন ধরে লোদী আইসিইউতে ছিলেন বলে জানান তার জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার ছবি’ সহকারি ও এডিটর এ কে আজাদ।
বাদ আসর উত্তরা ৪ নম্বর সেক্টর মসজিদে জানাজা শেষে শফিউজ্জামান খান লোদীকে সমাহিত করা হবে।
চলচ্চিত্র সাংবাদিকতার পাশাপাশি শফিউজ্জামান খান লোদী বেতার ও টিভি'র জনপ্রিয় উপস্থাপক ছিলেন। তিনি দীর্ঘদিন চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার ছবি’ উপস্থাপনা করেছেন।