কলেজছাত্রের ১০১ চিত্রকর্ম দিয়ে সাঁজানো হয়েছে রাজু ভাস্কর্যের চারপাশ
‘বঙ্গবন্ধুকে জানলে জানা যাবে বাংলাদেশকে’ শিরোনামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১টি চিত্রকর্ম দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের চারদিকে সাঁজানো হয়েছে। বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে এসব চিত্রকর্ম দিয়ে সাজিয়েছেন কিশোরগঞ্জের বাজিতপুর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী হৃদয় মিয়া।
হৃদয়ের চিত্রকর্মের ফাঁকে ফাঁকে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু সংশ্লিষ্ট বাণী রয়েছে অসংখ্য। সেখানে লেখা আছে, শেখ মুজিব মানেই বাঙালি জাতির অস্তিত্ব, মুজিব মানেই মুক্তি, মুজিব মানই আমার শক্তি, শেখ মুজিব মানেই বাঙালির অবিরাম মুক্তি সংগ্রাম, দীপ্ত শপথ মুজিব বর্ষে আমরা যাবো সবার শীর্ষে প্রমুখ স্লোগান।
গত বছরের মার্চ মাসের শুরু থেকে বঙ্গবন্ধুকে নিয়ে এক হাজার চিত্রকর্ম করার পরিকল্পনা করেছেন এই হৃদয় মিয়া। কেনো এক হাজার চিত্রকর্ম জানতে চাইলে হৃদয় জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেহেতু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তাই আমি এ উদ্যোগ নিয়েছি।
গতবছর তার নিজস্ব এলাকার স্কুল, কলেজ, কমিউনিটি সেন্টারসহ অনেক জায়গায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের লগো এঁকেছেন বলে জানিয়েছেন হৃদয় মিয়া।
কেনো রাজু ভাস্কর্যকে বেছে নিলেন? জানতে চাইলে হৃদয় মিয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি প্রথমে ধানমন্ডি ৩২ নাম্বারে ছবিগুলো দিতে চেয়েছিলাম কিন্তু সেখানে মানুষের প্রচুর ভিড় থাকার কারণে সেখানে প্রদর্শন করতে পারলাম না। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের সাথে যোগাযোগ করে রাজু ভাস্কর্যে করার পরিকল্পনা করেছি।
বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের অনুমতির বিষয়ে জানতে চাইলে হৃদয় জানান, আমি আসলে ফরমালি এত বিষয় সম্পর্কে অবগত নই। তাই এ বিষয়ে অনুমতি নিতে পারিনি এবং আমাকে কেউ পরামর্শও দেইনি।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠান যেহেতু জাতীয় অনুষ্ঠান তাই ঐ শিক্ষার্থী অনুপ্রাণিত হয়ে এ কাজটি করেছে। অনুমতি নেয়নি তবে এটা যেহেতু জাতির জনকের চিত্রকর্ম তাই আমরা বাধা প্রদান করিনি।