সেক্টর কমান্ডার সি আর দত্তের মরদেহ ঢাকায়
মুক্তিযুদ্ধে চার নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্তের (সি আর দত্ত) মরদেহ দেশে আনা হয়েছে৷ আজ সোমবার (৩১ আগস্ট) এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৮টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে বীর উত্তম সি আর দত্তের মরদেহ ঢাকায় পৌঁছায়।
তিনি বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদেরও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত তার মরদেহ দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
রানা দাশগুপ্ত জানান, বিমানবন্দর থেকে মরদেহ ক্যান্টনমেন্ট হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে৷ ওই ফ্লাইটে তার মেজো মেয়ে চয়নিকা দত্ত ও তার স্বামী রনি প্রান্টিসও ফিরেছেন৷। যুক্তরাষ্ট্র প্রবাসী বড় মেয়ে মহুয়া দত্ত, ছোট মেয়ে কবিতা দাশগুপ্ত এবং একমাত্র ছেলে চিরঞ্জীব দত্ত আজ রাতে ঢাকায় পৌঁছাবেন।
জানা গেছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে তার বাসভবন থেকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকেশ্বরী মন্দিরে নিয়ে যাওয়া হবে। সেখানে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে তাঁকে। মন্দির থেকে সকাল ১১টার দিকে বরদেশ্বরী শ্মশানে মরদেহ নিয়ে যাওয়া হবে।
সেখানে শেষকৃত্য অনুষ্ঠানের আগে জেনারেল সি আর দত্তের মরদেহের প্রতি সামরিক সম্মাননা জ্ঞাপনে গানস্যালুট দেওয়া হবে। তবে করোনা পরিস্থিতির কারণে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার ও হবিগঞ্জের বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব হবে না।