২৫ আগস্ট ২০২০, ২১:০৪

স্কুলে ফিরছেন গ্রেটা থানবার্গ

  © ফাইল ফটো

অবশেষে আবারও স্কুলে ফিরছেন ১৭ বছর বয়সী সুইডিশ শিক্ষার্থী গ্রেটা থানবার্গ। বিশ্বে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে এক বছর ধরে ক্যাম্পেইন চালানোর পর সোমবার (২৪ আগস্ট) নিজেই টুইট করে এ কথা জানিয়েছে সে। ২০১৯ সালের জুনে সর্বশেষ স্কুলে গিয়েছিলেন এ পরিবেশ আন্দোলনকর্মী। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার দাবিতে ২০১৮ সালে প্রতি শুক্রবার সুইডিশ পার্লামেন্টের বাইরে অবস্থান নেওয়া শুরু করেছিলেন স্কুলছাত্রী গ্রেটা থানবার্গ। তার এই অবস্থানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে বেগবান হয় জলবায়ু আন্দোলন। তার প্রতি সমর্থন জানিয়ে দুনিয়াজুড়ে এই আন্দোলনে শামিল হন লাখ লাখ মানুষ। দুনিয়াজুড়ে পরিবেশ আন্দোলনের মুখপাত্র হয়ে ওঠেন গ্রেটা থানবার্গ।

সোমবার গ্রেটা এক টুইটার পোস্টে লিখেছেন, স্কুল থেকে আমার বিচ্ছিন্ন থাকার বছরটি শেষ হয়েছে। শেষ পর্যন্ত আবারও স্কুলে ফিরতে পারার আনন্দ বোধ করছি!’ টুইটারে নিজের একটি ছবিও পোস্ট করেছেন গ্রেটা। ছবিতে দেখা যাচ্ছে স্কুল ব্যাগ কাঁধে নিয়ে সাইকেলে বসে আছে সে। তবে কোন স্কুল বা শহরে পড়াশোনাটা চালিয়ে যাবে সে ব্যাপারে কিছু উল্লেখ করেনি গ্রেটা।

উল্লেখ্য, ২০১৯ সালে স্কুলের পাঠ বন্ধ রেখে শুন্য কার্বন নিঃসরণকারী নৌকায় করে ইংল্যান্ড থেকে আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান তিনি। জাতিসংঘ সম্মেলনে উপস্থিত হয়ে ব্যাপক আলোচিত হন তিনি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিষ্ক্রিয় ভূমিকার জন্য বিশ্বনেতাদের প্রশ্নবিদ্ধ করেন গ্রেটা। পরে ট্রেন আর অভিনেতা আরনল্ড শোয়ার্জনেগারের কাছ থেকে ধার নেওয়া একটি ইলেক্ট্রিক গাড়িতে উত্তর আমেরিকা ভ্রমণ করেন। তার গন্তব্য ছিল চিলির রাজধানী সান্তিয়াগোর কপ২৫ জলবায়ু সম্মেলন। তবে চিলিতে সহিংসতা চলার কারণে সম্মেলনটি মাদ্রিদে অনুষ্ঠিত হয়। সম্মেলনে যোগ দিতে আবার ইউরোপে পাড়ি জমান তিনি।