বিশিষ্ট বিজ্ঞান গবেষক অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ আর নেই
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৮:৪৬ PM , আপডেট: ২০ জুলাই ২০২০, ০৮:৪৬ PM
অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও বিশিষ্ট বিজ্ঞান গবেষক অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। ক্যান্সার আক্রান্ত হয়ে রবিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মরহুমের কুলখানি আগামী বুধবার এলিফ্যান্ট রোডের বায়তুল মামুর মসজিদে বাদ মাগরিব অনুষ্ঠিত হবে।
এম শফিউল্লাহ ফেনী জেলার দাগনভূঞা থানার তালতলি গ্রামে হাজার ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন। এই উপজেলার আতাতুর্ক হাই স্কুল থেকে হাজার ১৯৬০ সালে তিনি মেট্রিক এবং ১৯৬২ সালে ফেনী কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। অতঃপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৬৬ সালে পদার্থবিদ্যায় এমএসসি ডিগ্রী অর্জন করেন। তিনি জার্মান ও আরবী ভাষা অধ্যয়ন করেন।
এম শফিউল্লাহ ১৯৬৮ সালে সরকারি কলেজে পদার্থবিদ্যায় শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করেন। তিনি নোয়াখালী কলেজ, তিতুমীর কলেজ, দেবেন্দ্র কলেজ ও সংগীত কলেজে কর্মরত ছিলেন। ১৯৯২ সালে তিনি পদার্থবিদ্যার প্রফেসর হিসেবে পদোন্নতি লাভ করেন। একই বছরে উপসচিব হিসেবে তিনি সচিবালয় যোগদান করেন। তিনি ১৯৯৭ সালে যুগ্ম সচিব এবং ২০০০ সালে অতিরিক্ত সচিব পদে উন্নীত পান।
বৈজ্ঞানিক বিষয়ে প্রবন্ধ লেখালেখি ছিল এম শফিউল্লাহর নেশা। তিনি বিজ্ঞান বিষয়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বহু পাঠ্যপুস্তক রচনা অংশীদার। জনপ্রিয় বিজ্ঞান বিষয়ে তার অনেক লেখা প্রকাশিত হয়েছে। নবারুণ, কিশোর বাংলা প্রভৃতি পত্রিকায় তিনি লেখালেখি করতেন। তার উল্লেখযোগ্য কিছু প্রকাশনা হল- কোরআনের আলোকে বিজ্ঞান (বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন), দৈনন্দিন জীবনে বিজ্ঞান (পুথি ঘর), তথ্য অধ্যায়ন ও তথ্যপ্রযুক্তি, নির্বাক বৈজ্ঞানিক (বুক ওয়ার্ল্ড), সেরা কজন মুসলিম বৈজ্ঞানিক (ঐতিহ্য)।
কর্ম উপলক্ষে তিনি ভারত, নেপাল, শ্রীলংকা, পাকিস্তান, চীন, তাইওয়ান, থাইল্যান্ড, সিঙ্গাপুর নাইজেরিয়া ঘানা, ইতালি, নরওয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে বিভিন্ন দেশে সফর করেন।