১৭ জুলাই ২০২০, ১৫:১৯

এ শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়: মির্জা ফখরুল

  © ফাইল ফটো

বিশিষ্ট শিক্ষাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীনের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সকালে রাজধানীর এলিফেন্ট রোডে এমাজউদ্দীনের বাসায় গিয়ে তার কফিনে পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

শ্রদ্ধা নিবেদনের পর ফখরুল সাংবাদিকদের বলেন, তিনি এভাবে হঠাৎ করে চলে যাবেন, এটা আমরা কেউ বিশ্বাস করতে পারছি না। কয়েকদিন আগেও আমরা তার সঙ্গে কথা বলেছি।

কিছুদিন আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর ভার্চুয়াল আলোচনা সভাতেও অধ্যাপক এমাজউদ্দীন যোগ দিয়েছিলেন জানিয়ে ফখরুল বলেন, তার এই চলে যাওয়া আমাদের জন্য একটি বিশাল শূন্যতার সৃষ্টি করল, এই শূন্যতা পূরণ হওয়ার নয়।

আমরা বিএনপির পক্ষ থেকে, দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সদরুল আমিন, কবি আবদুল হাই শিকদার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সাবেক ছাত্র নেতা সুরঞ্জন ঘোষ উপস্থিত ছিলেন।

বিএনপিতে কোনো পদে না থাকলেও খালেদা জিয়ার একজন পরামর্শদাতা হিসেবে তিনি পরিচিত ছিলেন। বিএনপি সমর্থক বুদ্ধিজীবীদের নিয়ে গঠিত শত নাগরিক কমিটির সভাপতির দায়িত্বেও ছিলেন এমাজউদ্দীন।

প্রসঙ্গত, আজ সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ড. এমাজউদ্দীন। স্ট্রোক হলে রাত আড়াইটার দিকে তাকে ওই হাসপাতালে নেওয়া হয়েছিল।