০৫ জুলাই ২০২০, ১০:৫৯

সাবেক অর্থমন্ত্রী ও অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদুল হকের মৃত্যু

কানাডার ইউনিভার্সিটি অব টরেন্টোর ইমেরিটাস অধ্যাপক, সাবেক অর্থমন্ত্রী, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ওয়াহিদুল হক মারা গেছেন। ইন্না লিল্লাহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। শুক্রবার কানাডার টরেন্টোতে তিনি মারা যান বলে তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

ড. ওয়াহিদুল হক ১৯৫৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ও যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে মাইক্রো ইকোনমিক বিষয়ের উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করে ক্যালিফোর্নিয়ায় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কেলে-তে শিক্ষকতা শুরু করেন। কিছুদিন পরে কানাডার ইউনিভার্সিটি অব টরেন্টোতে অধ্যাপনা শুরু করে সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এক সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন।

গাণিতিক অর্থনীতিবিদ হিসেবে সুপরিচিত ড. ওয়াহিদুল হক ১৯৬৯ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে গোলটেবিল বৈঠকেও যোগ দিয়েছিলেন বলে জানা যায়। এরশাদ সরকারের আমলে ১৯৮৮ সালের শেষ দিক থেকে ১৯৯০ সালের মাঝামাঝি পর্যন্ত তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।