২০ জুন ২০২০, ২৩:৫০

সাহারা খাতুনের মারা যাওয়ার খবর সঠিক নয়

  © ফাইল ফটো

রাজধানীর ইউনাইটেড হাসপাতালের চিকিৎসাধীন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। আজ শনিবার (২০ জুন) রাত ১২টার দিকে তাঁর পারিবারিক চিকিৎসক মাহি ইমতিয়াজ খান গণমাধ্যমকে বলেছেন, উনি আগের চেয়ে একটু ভালো আছেন।

গতকাল শুক্রবার (১৯ জুন) থেকে ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসক জানিয়েছেন, ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে হবে। এরপর বোঝা যাবে অবস্থা কী পর্যায়ে যায়। গত ২ জুন শারীরিক নানা জটিলতা ‍নিয়ে তিনি সেখানে ভর্তি হয়েছিলেন।

এদিকে, আজ রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এ বিষয়ে ডা. মাহি ইমতিয়াজ খান বলেন, বিষয়টি আমিও শুনেছি। অনেকেই ফোনে জানতে চেয়ছেন। এটা খুবই দুঃখজনক। একটু আগে আমাকে হাসাপালের চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে, উনি সুস্থ আছেন। আমাকেতো উনারা মিথ্যে বলবেনা।