১০ জুন ২০২০, ০১:০১

আমেরিকা আসার টিকিটের জন্য বাবার এক বছরের বেতন লেগেছিল: সুন্দর পিচাই

  © ফাইল ফটো

সম্প্রতি ইউটিউবে সম্প্রচারিত হওয়া ‘ডিয়ার ক্লাস ২০২০’ নামের এক অনুষ্ঠানে ছাত্রদের উদ্দেশে কিছু পরামর্শ দিয়েছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। পাশাপাশি নিজের জীবনের কিছু স্মরণীয় ঘটনার স্মৃতিও রোমন্থন করেছেন। সেখানে তিনি বলেছেন, প্রযুক্তির কিছু জিনিস বিরক্তির সৃষ্টি করলেও ধৈর্য হারালে চলবে না। ধৈর্যই নতুন উদ্ভাবনের পথ খুলে দেবে বলে মনে করেন গুগল সিইও।

শিক্ষার প্রসার ও পরিবেশ নিয়ে এই প্রজন্মের কাজের প্রসঙ্গও সেই বক্তৃতায় উল্লেখ করে তিনি বলেছেন, পরিবেশের প্রতি আমাদের প্রজন্মের উদাসীনতা তোমাদের হতাশ করতে পারে। ধৈর্য ধরো। বিশ্বের দরকারে পরিবর্তন করতেই হবে।

স্নাতকোত্তরের পড়াশোনার জন্য নিজের আমেরিকা যাওয়া। সেই সময়ে তাঁর অনুভূতি, পারিবারিক কথা ভার্চুয়াল বক্তৃতায় জানিয়েছেন। ২৭ বছর আগে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে প্রথম বারের জন্য বিদেশে আসেন সুন্দর। সে বারই তাঁর প্রথম বিমানে চড়া।

পিচাইয়ের বিমানে চড়ে আমেরিকা আসার জন্য খরচ হয়েছিল তাঁর বাবার প্রায় এক বছরের বেতন। এ ব্যাপারে তিনি বলেছেন, আমেরিকা ছিল ব্যয়বহুল। বাড়িতে ফোন করতে গেলে প্রতি মিনিটে দু’ডলারের বেশি খরচা হত। এখানে একটা ব্যাগের দাম আমার বাবার এক মাসের মাইনের সমান ছিল।

আমেরিকায় তাঁর জীবন ভাগ্য পরিবর্তন করেনি। প্রযুক্তির প্রতি তীব্র ভালবাসা ও মুক্ত মনই তাঁকে সফল করেছে সে দেশে। ধৈর্য না হারিয়ে ছাত্রদের নিজেদের ভালবাসার জিনিসকে আঁকড়ে ধরার পরামর্শ দিয়েছেন নিজের জীবনকে দেখেই।

২০০৪ সালে গুগলে যোগ দেন সুন্দর পিচাই। গুগল ক্রোম ও টুলবার তৈরিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি মেটালারজিতে ভারতের খড়গপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) থেকে বি-টেক ডিগ্রি পাওয়ার পরে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে এমএস করেছেন। এরপর পেনসিলভানিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি নেন তিনি।