জনপ্রিয়তায় তৃতীয়, আমেরিকার প্রেসিডেন্ট পদে লড়ছেন ডোয়াইন!
জনপ্রিয় তারকা ডোয়াইন জনসন। তবে তিনি রক নামেই বেশি পরিচিত। রেসলিং ও হলিউল খ্যাত এই অভিনেতা নাকি প্রেসিডেন্ট পদে লড়তে যাচ্ছেন। শুধু তাই নয়, জনপ্রিয়তার দিক থেকেও নাকি তিনি তৃতীয়।
ওডসচেকার ডটকম নামে এক ওয়েবসাইটের জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের প্রশ্নে জনগণের ভোটে তৃতীয় স্থানে আছেন ডোয়াইন জনসন। সোশ্যাল মিডিয়া দেয়া শক্তিশালী এক বক্তব্যের পর তার ভোট ৩.৩৪ শতাংশ বেড়ে গেছে। এই ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় স্থানে আছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বিডেন। তাহলে কি ডোয়াইন জনসন আমেরিকার আগামীর প্রেসিডেন্ট? এই প্রশ্ন এখন অনেকের মনে।
জানা যায়, শক্তিশালী ওই ভিডিও বার্তার ক্যাপশনে রক লিখেন, আপনারা কোথায়? আমাদের দেশ পঙ্গু হয়ে গেছে এবং হাঁটু গেড়ে বসে পরিবর্তনের আশায় প্রার্থনা করছে। আমাদের সহানুভূতিশীল নেতারা কোথায়?
রক বলেন, দেশের সবচেয়ে কঠিন সময়ে যেই নেতা দেশকে এক করতে পারেন, অনুপ্রেরণা দিতে পারেন, পদক্ষেপ গ্রহণ করে জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন, সব রঙের মানুষকে আপন করে নিতে জানেন, যে নেতা বলতে পারেন যে আমরা পারি, একসঙ্গে হয়ে পরিবর্তন আনতে এমন নেতা কোথায়?
মূলত রকের এই বক্তব্যের পরই ভক্তরা চাইছেন- তিনি আগামীর প্রেসিডেন্ট হোন।
রকের বক্তব্যটি দেখতে নিচে ক্লিক করুন