০৩ অক্টোবর ২০২৫, ১৭:৪১

শহীদ মিনারে আহমদ রফিকের বিদায়ী শ্রদ্ধা শনিবার, মেডিকেল শিক্ষার্থীদের জন্য দেহদান

আহমদ রফিক  © ফাইল ছবি

ভাষাসংগ্রামী ও বিশিষ্ট গবেষক আহমদ রফিকের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য আগামীকাল শনিবার (৪ অক্টোবর) বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সাধারণ মানুষও তাকে শেষ শ্রদ্ধা জানাবেন।

শ্রদ্ধা নিবেদন শেষে একটি শোকর‌্যালির মাধ্যমে তার মরদেহ ইব্রাহিম মেডিকেল কলেজে হস্তান্তর করা হবে। জীবদ্দশায় তিনি নিজের দেহ মরণোত্তর দান করার অঙ্গীকার করেছিলেন। মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার জন্য তার মরদেহ দান করা হবে—এভাবেই তিনি মৃত্যুর পরও বিজ্ঞানের কাজে নিজেকে উৎসর্গ করলেন।

আহমদ রফিক ছিলেন ভাষা আন্দোলনের অগ্রসৈনিক। এছাড়াও ছিলেন নিবিষ্ট গবেষক, প্রাবন্ধিক, অনুবাদক ও চিকিৎসক। তিনি শুধু ভাষা আন্দোলনের ইতিহাস রচনাতেই নয়, রবীন্দ্র-গবেষণায়ও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মৃত্যুতে সাহিত্য, সংস্কৃতি ও গবেষণাঙ্গন এক প্রাজ্ঞ বিদ্বানকে হারাল।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি কিছুদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুর পর থেকে তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।