২২ মার্চ ২০১৯, ০১:২৯

মাস্টার দা সূর্য সেনের জন্মদিন আজ

  © সংগৃহীত

ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা বিপ্লবী মাস্টার দা সূর্য সেনের জন্ম আজ। ১৮৯৪ সালের এইদিনে তিনি চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি নিজ বিপ্লবীদলের কর্মীদের কাছে এবং সাধারণ মানুষের কাছে পরিচিত ছিলেন ‘মাস্টার দা’ নামে। ছাত্রদরদি শিক্ষক হিসেবে তার খ্যাতি ছিল কিংবদন্তিতুল্য।

তিনি ১৯১৮ সালে শিক্ষাজীবন শেষ করে চট্টগ্রামে এসে গোপনে বিপ্লবী দলে যোগ দেন। ১৯৩০ সালের ১৮ এপ্রিল চট্টগ্রামে যে সশস্ত্র অভ্যুত্থান ঘটেছিল সূর্য সেন ছিলেন তার অবিসংবাদী নেতা। তিনি ব্রিটিশ অস্ত্রাগার দখল করে অস্থায়ী বিপ্লবী সরকার গঠন করেন। ১৯৩৩ সালের ফেব্রুয়ারি মাসে বহুদিন পলাতক থাকার পর তিনি গ্রেফতার হন। ১৯৩৪ সালের ১২ জানুয়ারি তার ফাঁসি কার্যকর করা হয়।

তার সম্মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি করে আবাসিক হলের নামকরণ করা হয়। এছাড়া কলকাতা মেট্রো সূর্য সেনের স্মরণে বাঁশদ্রোণী মেট্রো স্টেশনটির নামকরণ করেছে ‘মাস্টার দা সূর্য সেন মেট্রো স্টেশন’।

আরও পড়ুন:বুকে লোহা বেঁধে সাগরে ফেলা হয়েছিল মাস্টারদা’র লাশ