‘গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা’ পাচ্ছেন আসাদুজ্জামান নূর
দেশের সাংস্কৃতিক অঙ্গণ ও আবৃত্তি শিল্পে বিশেষ অবদানের জন্যে ‘গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা- ২০১৯’ পাচ্ছেন প্রথিতযশা আবৃত্তিশিল্পী ও অভিনেতা আসাদুজ্জামান নূর এমপি। আগামী ২ মার্চ বিকেল ৫টায় গোলাম মুস্তাফার জন্মদিনে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে আসাদুজ্জামান নূরের হাতে এ সম্মাননা পদক তুলে দেয়া হবে।
পদক প্রদান অনুষ্ঠানে অতিথি থাকবেন গোলাম মোস্তাফা তনয়া অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা এমপি, নাট্যজন শিশির দত্ত, রাজনীতিবিদ ও সংস্কৃতিজন মফিজুর রহমান, আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, শাহাদাত উদ্দীন মোহাম্মদ সাদাত, আবৃত্তিশিল্পী সোহেল আনোয়ার, এডভোকেট হোসাইন আল আশকারী এবং অভিনয়শিল্পী বন্যা মির্জা।
অনুষ্ঠানের সম্মাননা পর্বের পর দলীয় সংগীত পরিবেশন করবেন সংগীতভবন, অভ্যুদয় সঙ্গীত অঙ্গণ ও সঙ্গীতীর্থ এবং দলীয় নৃত্যে থাকবে স্কুৃল অব ওরিয়েন্টাল ডান্স এবং চারুতা নৃত্যকলা একাডেমি। আবৃত্তি করবেন আবৃত্তিশিল্পী আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা, মিলি চৌধুরী, হাসান জাহাঙ্গীর, ফারুক তাহের এবং শ্রাবণী দাশগুপ্তা। একক সংগীত পরিবেশন করবেন আল তুষি।
উল্লেখ্য, আবৃত্তি সংগঠন ‘তারুণ্যের উচ্ছ্বাস’ বাংলাদেশের আবৃত্তিশিল্পী ও অভিনেতা গোলাম মুস্তাফার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১৭ থেকে প্রতি বছর একজনকে এ সম্মাননা দিয়ে আসছে।