১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২১

রবিবার পৈতৃক কবরস্থা‌নে শায়িত হবেন কবি আল মাহমুদ

কবি আল মাহমুদ  © ফাইল ছবি

‘সোনালী কাবিন’ খ্যাত বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা কবি আল মাহমুদের তৃতীয় জানাযা অনুষ্ঠিত হবে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার মৌরাইলের মোল্লাবা‌ড়ি‌তে। আগামীকাল (রবিবার) বাদ জোহর সেখানেই তাকে দাফন করা হবে।’ আজ শনিবার দুপুরে বায়তুল মোকাররমে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ মগবাজারের বাসায় নিয়ে যাওয়া হচ্ছে।

কবি আল মাহমুদের সহকারী আবিদ আজম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পা‌রিবা‌রিক সিদ্ধান্ত অনুসা‌রে ক‌বি আল মাহমুদ‌কে ব্রাহ্মণবাড়িয়ার মৌরাইল মোল্লাবা‌ড়ি‌তে পৌত্রিক কবরস্থা‌নে দাফন করা হ‌বে।

এর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে তার মরদেহ একাডেমির নজরুল মঞ্চে তার মরদেহ রাখা হয়। সেখানে কবিকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিকসহ সর্বস্তরের মানুষ।

পরে কবির মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় প্রেসক্লাবে। সেখানে দুপুর ১২টা ২০ মিনিটে টেনিস গ্রাউন্ডে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। তারপর মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সেখানে বাদ যোহর কবির দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের মানুষ তার জানাযায় অংশগ্রহণ করে। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার মৌরাইলের মোল্লাবা‌ড়ি‌তে নিয়ে যাওয়া হবে। 

শুক্রবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীর ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি আল মাহমুদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।