আইজিএসি সায়েন্টিফিক স্টিয়ারিং কমিটিতে প্রথম বাংলাদেশী অধ্যাপক
প্রথম বাংলাদেশী অধ্যাপক হিসেবে ইন্টারন্যাশনাল গ্লোবাল এটমোস্ফিয়ার ক্যামিস্ট্রি (আইজিএসি)-এর সায়েন্টিফিক স্টিয়ারিং কমিটির সদস্য মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. আবদুস সালাম। আগামী বছরের জানুয়ারি থেকে আন্তর্জাতিক এ সংস্থায় কাজ শুরু করবেন রসায়নের এ অধ্যাপক।
প্রতি বছর স্টিয়ারিং কমিটিতে নতুন সদস্য মনোনয়ন দেয় আইজিএসি। ২০১৯ সালের শুরুতে তিনজন গবেষককে মনোনয়ন দিয়েছে সংস্থাটি। স্টিয়ারিং কমিটির অন্য দুই নতুন সদস্য হলেন, স্টকহোম এনভারমেন্ট ইনিস্টিটিউটের (এসইআই) ইয়র্ক অফিসের সেন্টার ডিরেক্টর ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইয়র্কের অধ্যাপক লিসা এমবারসন (LISA EMBERSON) ও রয়েল নেদারল্যান্ডস মেটেরোলোজিকেল ইনস্টিটিউটের (কেএনএমআই) স্যাটেলাইট পর্যবেক্ষণ বিষয়ক গবেষণা ও উন্নয়ন বিভাগের পরিচালক ও ডেলফট ইউনিভার্সিটি অব টেকনোলজির অধ্যাপক ড. পিটের্নাল লেভলট (Pieternel Levelt)।সদস্য মনোনীত হওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অধ্যাপক আবদুস সালাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এ ধরনের সংস্থায় কাজ করার সুযোগ পাওয়ার অনুভূতি খুবই আনন্দ ও উৎসাহের। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গবেষণায় যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের কাছে কৃতজ্ঞ। আশা করি এ সংস্থায় কাজ করার মাধ্যমে আমি দেশের বায়ু দূষণ রোধে কাজ করতে পারবো।’