কলরবের তরুণ শিল্পী মোটরসাইকেল দুর্ঘটনায় লাইফ সাপোর্টে
ইসলামি সংগীতাঙ্গনে দেশের জনপ্রিয় শিল্পী গোষ্ঠী (কলরব) এর তরুণ শিল্পী আহনাফ খালিদ ২৮ ডিসেম্বর (শনিবার ) রাতে শনির আখড়া রোডে বাইক এক্সিডেন্টে গুরুতর আহত হয়ে লাইফ সাপোর্টে ভর্তি আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কলরবের পরিচালক সাইদ আহমদ।
সাইদ আহমদ জানান, খালিদ এখন সর্বোচ্চ ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে। লাইফ সাপোর্টে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে বেঁচে আছে ছেলেটা। তার সর্বোচ্চ ট্রিটমেন্ট কার্যক্রম চলছে। এখানে পুরো কলরব টিমসহ আমাদের অনেক আপনজন তাদের সর্বোচ্চ চেষ্টাটা করে যাচ্ছে।
তিনি জানান, গতরাতে জামালপুরে প্রোগ্রাম শেষ করে শেষ রাতে ঢাকা ফিরে টিম থেকে আলাদা হয়ে আনুমানিক ৪ টার দিকে বাইকে করে একা সে বাসায় ফিরছিলো। বাইকেই তার অ্যাকসিডেন্ট হয়েছে বলে আমরা ধারণা করছি। শনির আখড়া থেকে সাইনবোর্ড এই জায়গার মধ্যে তার অ্যাকসিডেন্ট হয়েছে। তখন তার সাথে কেউ ছিলো না। অ্যাকসিডেন্টের পর তখনই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ইমার্জেন্সি থেকে বলা হয়েছে খালিদকে দ্রুত লাইফ সাপোর্টে না নিলে বড় কিছু হয়ে যাবে। ঢাকা মেডিকেলে আইসিইউ বেড খালি না থাকায় তখনই তাকে নিকটস্থ একটা হসপিটালে আইসিইউতে লাইফ সাপোর্ট এডমিট করা হয়েছে। এখনও সে লাইফ সাপোর্টেই আছে।
তিনি দেশবাসীর কাছে অনুরোধ জানিয়ে বলেন, প্রিয় ভাই বন্ধুরা! মাগরিবের নামাজের পর অন্তত ২ রাকাত সালাতুল হাজাত পড়ে খালিদের জন্য দুআর দরখাস্ত রইলো । দুআই একমাত্র সম্বল যা পারে খালিদকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে।