মালয়েশিয়ার ‘সিইও টকে’ প্রথম বাংলাদেশি সবুর খান
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান প্রথম বাংলাদেশি হিসেবে মালয়েশিয়ার সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি কাবাংসান মালয়েশিয়ায় (ইউকেএম) এক সিইও টক অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেছেন।
সোমবার ইউকেএম চ্যান্সেলারি ভবনের সিনেট কক্ষে ‘সিইও টক সিরিজ’ শীর্ষক এই একক বক্তৃতাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষক ও ব্যবস্থাপনা কর্মকর্তাদের সামনে ড. মো. সবুর খান ‘আইআর ফোর পয়েন্ট জিরো ফর দ্য ইয়ং ওয়ার্কফোর্স অ্যান্ড এন্ট্রাপ্রেনার্স’ শিরোনামে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভলপমেন্ট এবং গ্রাজুয়েট সেন্টার অফ ইউকেএম।
‘সিইও টক সিরিজ’ ইউনিভার্সিটি কাবাংসান মালয়েশিয়ার একটি নিয়মিত আয়োজন। এই অনুষ্ঠানে মূলত বন্ধুত্ব, নেটওয়ার্ক, জ্ঞান, দক্ষতা ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের সামনে কথা বলে থাকেন।