পরোপকারের ঐতিহ্য স্থিমিত হয়ে আসছে-আবদুল্লাহ আবু সায়ীদ
বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, আগে এতো ধনী লোক ছিল না। বর্তমানে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশেও ধনী লোকের সংখ্যা বেড়েছে। ধনী লোক দিয়ে একটা জাতি উন্নতির দিকে যেতে পারে না।
তিনি বলেন, আমাদের পরোপকারের যে ঐতিহ্য রয়েছে তা স্থিমিত হয়ে আসছে। এই ঐতিহ্য যাতে বেঁচে থাকে সে জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
রবিবার বিকেলে সুপ্রীম কোর্ট বার অডিটরিয়ামে এইচআরপিবি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জনস্বার্থ ও মানবাধিকার রক্ষায় ব্রতী সংগঠন ‘হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)’ এর উদ্যোগে জনকল্যাণমূলক কাজের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ভালো ও হৃদয়বান লোক, অন্যের দুঃখে দুঃখ পাবার মতো হৃদয় সম্পন্ন লোক হচ্ছে মানবতার শেষ আশ্রয়স্থল। সেজন্য আমি আমার কাজটুকু করা চেষ্টা করেছি মানুষকে সচেতন করার জন্য।
এইচআরপিবি’র প্রেসিডেন্ট এডভোকেট মনজিল মোরসেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও চিত্রনায়িকা সারাহ বেগম কবরী, জাদুশিল্পী জুয়েল আইচ, এইচআরপিবি’র সেক্রেটারি (ভারপ্রাপ্ত) মো. ছারওয়ার আহাদ চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, আজকে যে দুইজন মানুষকে এইচআরপিবি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে তারা সমাজের গুণী মানুষ। এর আগেও তারা অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন। কিন্তু আজকের এই অ্যাওয়ার্ড এমন একটি প্রতিষ্ঠান থেকে দেয়া হয়েছে যাদের কোন বির্তক নেই। আমি ব্যক্তিগতভাবে এ অ্যাওয়ার্ডকে মূল্যায়ন করছি।
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে এইচআরপিবি অ্যাওয়ার্ড-২০১৭ এবং চিকিৎসাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রজেক্ট ডাইরেক্টর ডাঃ সামন্ত লাল সেনকে এইচআরপিবি অ্যাওয়ার্ড-২০১৬ প্রদান করা হয়েছে।