০৮ অক্টোবর ২০১৮, ১৩:৩৪

আজ ভাষা মতিনের চতুর্থ মৃত্যুবার্ষিকী

ভাষা সৈনিক আব্দুল মতিন।  © ফাইল ফটো

ভাষা সৈনিক আবদুল মতিনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের এ দিনে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনা সভার আয়োজন করেছে।

আবদুল মতিনের জন্ম ১৯২৬ সালের ৩ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার ধুবলিয়া গ্রামে। মহান ভাষা আন্দোলনে তিনি এক অসামান্য রুপকারের জায়গা দখল করে আছেন। সারাজীবন দেশ প্রেমের উৎকৃষ্ট উদাহারণ হিসেবে কাজ করে গেছেন তিনি। ভাষা আন্দোলনে তাঁর অসামান্য অবদানের জন্য তিনি ‘ভাষা মতিন’ হিসাবে পরিচিত।