ড. মোহাম্মদ মনিরুজ্জামানের দশম মৃত্যুবার্ষিকী আগামীকাল
কবি, শিক্ষাবিদ, গবেষক, সাহিত্যিক, প্রাবন্ধিক, রোটারিয়ান, সমাজসেবক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামানের দশম মৃত্যুবার্ষিকী আগামীকাল ৩ সেপ্টেম্বর ২০১৮ সোমবার।
বহুমুখী প্রতিভাধর গুণী ও বিরল এ ব্যক্তিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান। তিনি ২০০৮ সলের এদিন মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-প্রশাসনে, দেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গণে বিশেষত মহান মুক্তিযুদ্ধে রয়েছে তাঁর অসামান্য অবদান। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ বহু গান ও কবিতা তিনি লিখেছেন।
কবি মোহাম্মদ মনিরুজ্জামানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল যশোরে কবির মাজার জিয়ারত, পুস্পস্তবক অর্পণ ও বাদ মাগরিব মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। আগামী ৪ সেপ্টেম্বর কবির ওপর আলোচনাসভা, কবির রচিত কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কবি ড. মোহাম্মদ মনিরুজ্জামানের মৃত্যুবার্ষিকীতে তাঁর স্বজন ও পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।