যুক্তরাষ্ট্রে হস্তশিল্প বাজারজাতকরণ শোভাযাত্রায় নেতৃত্ব দিলেন ড. ইউনুস
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের সান্তা ফে’তে হস্তশিল্পীদের সামগ্রী বাজারজাতকরণের আন্তর্জাতিক মহাসমাবেশে শিল্পীদের শোভাযাত্রায় নেতৃত্ব দিয়েছেন নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। বিশ্বের সর্ববৃহৎ হস্তশিল্প বাজার হিসেবে খ্যাত ঐতিহাসিক ‘সান্তা ফে’ প্লাজায় বৃহস্পতিবার ১৫তম বার্ষিকী উদযাপনে সভাপতিত্বও করেন তিনি।
প্রতি বছর এই হস্তশিল্প বাজারে বিশ্বের সকল প্রান্ত থেকে শিল্পী ও ক্রেতারা সমবেত হন। তিন দিনব্যাপী এই বাজার সাংস্কৃতিক বিনিময়ের একটি অনবদ্য প্লাটফর্ম ছাড়াও শিল্পীদের বিভিন্ন হস্তশিল্প সামগ্রী প্রদর্শনী ও ক্রয়-বিক্রয়ের স্থান হিসেবেও কাজ করে। সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে প্রফেসর ইউনূসের আত্ম-উদ্যোগ ও ব্যবসায়িক উদ্যোগের ধারণা পান হস্তশিল্পী ও এই শিল্পের সাথে যুক্তরা।
সান্তা ফে’র এই আন্তর্জাতিক হস্তশিল্প বাজারে ২০ হাজারেরও বেশী মানুষের সমাগম হয় এবং লেনদেন হয় ৩.৫ মিলিয়ন ডলারেরও বেশী। তৃণমূল থেকে গড়ে ওঠা এই আন্তর্জাতিক হস্তশিল্প বাজার ক্রমান্বয়ে একটি অলাভজনক সংস্থায় পরিণত হয় যা ৫৬টি দেশের ১৫০ জন খ্যাতিমান শিল্পীর অংশগ্রহণে বিশ্বজুড়ে হস্তশিল্পীদের ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে।
সংস্থার প্রধান নির্বাহী জেফ স্নেল এক বিবৃতিতে বলেন, পুঁজি ও বাজারের সহায়তায় বলীয়ান হয়ে সমাজ পরিবর্তনে হস্তশিল্পের যে অন্বেষা তা প্রফেসর ইউনূসের দর্শনেরই প্রতিফলন করে।
প্রফেসর ইউনূসকে অভ্যর্থনা জানান সান্তা ফে’র মেয়র অ্যালান ওয়েবার, আন্তর্জাতিক হস্তশিল্প বাজারের পরিচালনা পর্ষদের চেয়ারপার্সন ক্যাথরিন কিং কোলম্যান, এবং সংস্থার প্রধান নির্বাহী জেফ স্নেল। তাঁর সফরে প্রফেসর ইউনূস তাঁর নতুন বই “A World of Three Zeros” এর স্বাক্ষর অনুষ্ঠানেও অংশ নেন। শোভাযাত্রায় নেতৃত্ব দেয়া ছাড়াও প্রফেসর ইউনূস আন্তর্জাতিক হস্তশিল্প বাজার আয়োজিত “ওয়ান ওয়ার্ল্ড ডিনার” এবং ঐ দিনই এর বিখ্যাত বাৎসরিক “ওপেনিং নাইট মার্কেট প্রিভিউ পার্টি”তে যোগ দেন।
এছাড়াও প্রফেসর ইউনূস “গ্লোবাল ইয়ুথ অ্যাম্বাসেডর” ছাত্রবৃন্দ এবং নির্বাচিত শিল্পীদের সাথে সাক্ষাৎ করেন, “ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ম্যাগনেট স্কুল”-এর ছাত্রদের দ্বারা সজ্জিত “সিং ফর হোপ” পিয়ানো পরিদর্শন করেন এবং অতিথি শিল্পীদের “সিং ফর হোপ” পিয়ানোবাদন অনুষ্ঠানে যোগ দেন।