শুভ জন্মদিন অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী
লেখক ও বুদ্ধিজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরীর ৮৩তম জন্মদিন আজ । ১৯৩৬ সালের এই দিনে ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন বরেণ্য এই শিক্ষাবিদ। জন্মদিন উপলক্ষে সিরাজুল ইসলাম চৌধুরীর বিশেষ আগ্রহের বিষয় ‘সমাজ পরিবর্তনে আমরা কী করতে পারি’ বিষয়ে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিরাজুল ইসলাম চৌধুরীর শিক্ষাজীবন কেটেছে রাজশাহী, কলকাতা, ঢাকা ও যুক্তরাজ্যের লিডস ও লেস্টারে। যুক্তরাজ্যের লেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন ১৯৬৮ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ছিলেন। অবসর নেওয়ার পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে অধ্যাপক হিসেবে যোগ দেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক তিনি।
সিরাজুল ইসলাম চৌধুরীর এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ৮০টির বেশি। মার্ক্সবাদী এই চিন্তাবিদ বাকস্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লেখালেখি ছাড়াও নানা আন্দোলনে সম্পৃক্ত থেকেছেন। গবেষণা, সমাজচিন্তা, শিক্ষা ও সাহিত্যে অবদানের জন্য অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদকসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।