জয়কে ‘অঘটন’ বলে প্রচার করছে ভারতীয় মিডিয়া
পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ। আজ বুধবার মিরপুরে বাংলাদেশ পেল ৫ উইকেটের জয়। ৫ ম্যাচ সিরিজে টাইগাররা এগিয়ে গেল ২-০ ব্যবধানে। ৮ বল হাতে থাকতেই পাঁচ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
বাংলাদেশের এ জয়কে ‘‘ফের অঘটন’’ বলে প্রচার করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি-টুয়েন্টি জেতার পর সংবাদমাধ্যমটি খবরের শিরোনাম করেছে ‘‘ফের অঘটন, দ্বিতীয় টি২০ ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ’’। তবে প্রতিবেদনের কোথাও অঘটনের কোন ব্যাখ্যা দেয়া হয়নি।
আনন্দবাজার লিখেছে, অস্ট্রেলিয়ার হয়ে ভাল ব্যাট করেন মিচেল মার্শ (৪২ বলে ৪৫ রান), মোজেস হেনরিকস (২৫ বলে ৩০ রান) মিচেল স্টার্ক (১৩ বলে ১০ রান) । ২৩ রান দিয়ে তিনটি উইকেট পান মুস্তাফিজুর রহমান। ২৭ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন শরিফুল ইসলাম। মেহদি হাসান ১২ রান দিয়ে একটি উইকেট পান।
জবাবে শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। দ্রুত ফেরেন মহম্মদ নইমও। এরপর শাকিব আল হাসান ও মাহমুদুল্লা রিয়াদের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ৫৯ রানে চার উইকেট পড়ে যায় তাদের। তবে তারপরই ঘুরে দাঁড়ায় তারা। লক্ষ্যে পৌঁছে যাওয়ার আগে আরও একটি উইকেট খোয়াতে হয় তাদের। জিততে যদিও সমস্যা হয়নি বাংলাদেশের।
এদিকে, প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় হেরে দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নিয়েও সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। টাইগারদের সামনে সহজ লক্ষ্য রেখেই ইনিংস শেষ করে অজিরা। ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১২১ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। টাইগারদের দুর্দান্ত এই ইনিংসে নিঃসন্দেহে বোলাররা তাদের দায়িত্ব ভালোভাবেই পালন করেছেন।