পুলিশ সদস্য পদত্যাগের ভাইরাল তথ্যটি সম্পূর্ণ গুজব
‘একজন সৎ পুলিশের পদত্যাগ’ শীর্ষক শিরোনামে একটি তথ্য ও ছবি সোমবার (২৯ মার্চ) রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবারও (৩০ মার্চ) বিভিন্ন পেইজ, গ্রুপ ও ব্যক্তিগত আইডি থেকে পোস্ট করতে দেখা গেছে।
অনুসন্ধানে দেখা যায় গত ১০ জুলাই ২০১৯ ‘দৈনিক কালের কণ্ঠ’ থেকে ‘পরনে পুলিশের পোশাক, হাতে ওয়াকিটকি: ডাকাতিই ছিল তাদের কাজ’ শীর্ষক শিরোনামে গ্রেফতার অভিযানে উদ্ধারকৃত পুলিশের পোশাক, ওয়াকিটকি, হ্যান্ডকাপ ও একটি সিগন্যাল লাইটের ছবি ও টাকাসহ একটি সংবাদ প্রকাশিত হয়।
মূলত ‘দৈনিক কালের কণ্ঠ’ সহ সে সময় এই ইস্যু নিয়ে বিভিন্ন গণমাধ্যম প্রকাশিত ওই ছবিকে ব্যবহার করে হেফাজত আন্দোলনের মাঝে বিভ্রান্তি ও পরিস্থিতি উত্তপ্ত করতে‘একজন সৎ পুলিশের পদত্যাগ’ শিরোনামে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এছাড়াও সাম্প্রতিক সময়ে হেফাজতে ইসলামের আন্দোলন ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ পুলিশ হতে কোন সদস্য পদত্যাগ করেননি বলে পুলিশের সংশ্লিষ্ট বিভাগ হতে জানা গেছে।
সুতরাং, ‘একজন সৎ পুলিশের পদত্যাগ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত তথ্য বা পোস্টটি সম্পূর্ণ গুজব ও বিভ্রান্তিকর।