৩০ মে ২০২৫, ১৫:২৫
কাপ্তাই হ্রদে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা
রাঙামাটির কাপ্তাই হ্রদে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। শুক্রবার (৩০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
তিনি জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সিদ্ধান্ত অনুযায়ী মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেওয়া হয়েছে।
বৈরী আবহাওয়ার মধ্যেও সকাল থেকে কিছু পর্যটকবাহী ও অন্যান্য নৌযান চলাচল করছিল। তবে প্রশাসনের নিষেধাজ্ঞা কার্যকরের পর এসব নৌযান ঘাটে ফিরে যেতে শুরু করেছে।
এদিকে, সম্ভাব্য পাহাড়ধস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রাঙামাটিতে ৩১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।