আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর বিষয়ে যা জানালেন আদালত
হত্যাচেষ্টার মামলায় আওয়ামীপন্থি ৬১ আইনজীবীকে চেম্বার আদালতের দেওয়া জামিন স্থগিতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ সোমবার (১৯ মে) সকালে জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।
এর আগে গত ২২ এপ্রিল জুলাই-আগস্ট আন্দোলনের সময় আইনজীবীদের মারধরসহ হত্যাচেষ্টার মামলায় বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ওই ৬১ জনের জামিন মঞ্জুর করেন। পরে জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
আরও পড়ুন: নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে যা বললেন ফারুকী
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে লাঠিসোঁটা নিয়ে আতঙ্ক সৃষ্টি করেন আসামিরা। পরে ভিন্নমতের আইনজীবীদের এলোপাতাড়ি মারধর করেন। একইসঙ্গে বিএনপিপন্থি আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও মালামাল লুটে নেন।
এ ছাড়া আইনজীবীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় চলতি বছরের ৬ ফেব্রুয়ারি আওয়ামী ঘরানার ১৪৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা করেন ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু।