১৩ মে ২০২৫, ১৩:৪৬

দেশে নিবন্ধিত এনজিও এখন ২৩৮৩, নয় মাসে নতুন অনুমোদন ২৭টির

এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো  © সংগৃহীত

বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৬১টিতে। এর মধ্যে দেশীয় এনজিও রয়েছে ২ হাজার ৩৮৩টি এবং বিদেশি এনজিও ২৭৮টি। এনজিও বিষয়ক ব্যুরোর ১২ মে (সোমবার) প্রকাশিত হালনাগাদকৃত এক তালিকা থেকে এ তথ্য জানা গেছে। প্রকাশিত তালিকাটি এপ্রিল ২০২৫ পর্যন্ত হালনাগাদ করা হয়েছে।

তালিকায় দেখা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৫ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ৯ মাসে নতুনভাবে নিবন্ধন পেয়েছে ৩৩টি এনজিও। এর মধ্যে দেশীয় এনজিও ২৭টি এবং বিদেশি এনজিও ৬টি। এসব এনজিওর মধ্যে অনেকেই ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।

আরও পড়ুন: ইবির নতুন ভবনেও বাসিন্দা নেই, তবুও নির্মাণ হচ্ছে ১০তলা ভবন

এছাড়া এনজিও ব্যুরোর আরেকটি পরিসংখ্যানে দেখা যায়, দেশে এ পর্যন্ত মোট ৭৪২টি এনজিওর নিবন্ধন বাতিল করা হয়েছে। এর মধ্যে গত ১৫ বছরে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে, ৭২৩টি এনজিওর নিবন্ধন বাতিল করা হয়েছে। বাকিগুলো পূর্ববর্তী সময়ের।

নতুন নিবন্ধনপ্রাপ্ত বিদেশি এনজিওগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক ৪টি, যুক্তরাজ্য, তুরস্ক ও জার্মানিভিত্তিক একটি করে এনজিও রয়েছে। জার্মানির এনজিওটি হলো 'কিন্ডারনোথহিলফ ই.ভি.', যা শিশুদের কল্যাণে কাজ করে। অন্যান্য বিদেশি এনজিওগুলোর মধ্যে রয়েছে— পাথ বাংলাদেশ, জেআরআই রিসার্চ অ্যান্ড ট্রেইনিং ইনস্টিটিউট ইনকরপোরেটেড, নোরা হেলথ, হিউম্যান রিলিফ ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস (আইএফইএস) এবং সাদাকা তাসি দেরনেগি। 

নতুন নিবন্ধনপ্রাপ্ত ২৭টি দেশীয় এনজিওর মধ্যে ১১টি ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে পরিচালিত হচ্ছে। বাকি ১৬টি এনজিও রাজধানী ঢাকা থেকে কার্যক্রম পরিচালনা করছে।