ভিসা জটিলতায় অনিশ্চিত সাড়ে ১৯ হাজার মুসল্লির হজযাত্রা
সৌদি অংশের কারিগরি জটিলতার কারণে এখনো সাড়ে ১৯ হাজারের বেশি হজযাত্রীর ভিসা ঝুলে আছে। বিষয়টি নিয়ে সরকার সৌদি হজ মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠালেও তা পর্যাপ্ত নয় বলে মনে করছেন হজ সংশ্লিষ্টরা।
বুধবার (৩০ এপ্রিল) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার কথা ছিল এক দম্পতির। তবে স্বামীর ভিসা না হওয়ায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় তাঁদের যাত্রা। এ ধরনের অনিশ্চয়তায় রয়েছেন আরও অনেক হজযাত্রী।
এদিকে হজযাত্রার দ্বিতীয় দিনেও নির্বিঘ্নে ফ্লাইটে সৌদি আরব পৌঁছাচ্ছেন অনেকে। আজ সর্বোচ্চ ১৩টি হজ ফ্লাইট পরিচালিত হচ্ছে। এরই মধ্যে ১২টি ফ্লাইটে ছয় হাজারের বেশি যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
হজ অফিস সূত্রে জানা গেছে, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ হজযাত্রী সৌদি আরব যাবেন। তাদের পরিবহনের জন্য বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস মিলে মোট ২৩৪টি ফ্লাইট পরিচালনা করা হবে।
সরকারি সূত্র বলছে, সৌদি হজ মন্ত্রণালয়ের সফটওয়্যার হালনাগাদের সময় তথ্যগত গড়মিলের কারণে ভিসা জটিলতা দেখা দিয়েছে। বিষয়টি সমাধানে সৌদি সরকারকে প্রয়োজনীয় ডিও লেটার পাঠানো হয়েছে।
হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন বলেন, “ভিসা জট নিরসনে কাজ চলছে। আশা করছি, খুব শিগগিরই এ সমস্যার সমাধান হবে।”
বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সভাপতি ড. আব্দুল্লাহ আল নাসের বলেন, “হজযাত্রার শেষ সময়ে এসে জটিলতা এড়াতে সৌদি সরকারের কাছ থেকে অন্তত ২০টি অতিরিক্ত স্লট সংগ্রহ করা এখন জরুরি হয়ে পড়েছে।”