আসছে কালবৈশাখী ঝড়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৪:৪৮ PM , আপডেট: ২০ মার্চ ২০২৫, ০৪:৪৮ PM

২২ ও ২৩ মার্চ সারা দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বৃহস্পতিবার (২০ মার্চ) তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ তথ্য জানান।
তিনি তার পোস্টে উল্লেখ করেন, গণমাধ্যম কর্মী ও সরকারের কৃষি উপদেষ্টার বিশেষ দৃষ্টি আকর্ষণ করে জানাতে চাই যে, ২২ ও ২৩ মার্চ সারাদেশে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। বিশেষ করে ২৩ মার্চ এই ঝড় তেঁতুলিয়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করে টেকনাফ হয়ে বেরিয়ে যেতে পারে।
ঢাকা শহরের ওপর দিয়েও ২৩ মার্চ শক্তিশালী কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাত অতিক্রম করার আশঙ্কা রয়েছে। বজ্রপাতের কারণে ব্যাপক প্রাণহানির সম্ভাবনাও রয়েছে বলে তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, ‘সংবাদে দেখা যাচ্ছে যে উত্তর বঙ্গের বিভিন্ন জেলায় আলুচাষিরা হিমাগারে আলু প্রবেশ করা নিয়ে ব্যাপক সমস্যার মধ্যে রয়েছেন। আলুভর্তি যে ট্রাকগুলো বিভিন্ন কোল্ড স্টোরেজের সামনে অপেক্ষারত, সেসব আলু ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে যদি কালবৈশাখী ঝড়ের কারণে ভিজে যায়। এসব আলু পুরোপুরি পচে যাবে। এমনকি কোল্ড স্টোরেজের মালিকরা এসব ট্রাকের আলু হিমাগারে ঢোকাতে রাজি নাও হতে পারে।’
সরকারের উদ্দেশে মোস্তফা কামাল পলাশ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি উপদেষ্টার প্রতি অনুরোধ হিমাগারের সামনে অপেক্ষারত আলুচাষিদের আলু হিমাগারে প্রবেশের ব্যবস্হা করার জন্য। ভাতের পরে আলু যেহেতু বাংলাদেশের মানুষের শর্করার চাহিদা পূরণে সবচেয়ে বড় ভূমিকা রাখা তাই উৎপাদিত আলু সঠিক সময়ে সংরক্ষণের ব্যবস্হা গ্রহণ করা।’