১৭ মার্চ ২০২৫, ০৯:৫১

মেট্রোরেলে একক যাত্রার টিকেট বিক্রি শুরু, কর্মবিরতি প্রত্যাহার

মেট্রোরেলে একক যাত্রার টিকেট বিক্রি শুরু, কর্মবিরতি প্রত্যাহার
মেট্রোরেল  © টিডিসি ফটো

এমআরটি পুলিশ সদস্যদের দ্বারা মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মীরা। সোমবার (১৭ মার্চ) সকাল থেকে ৯ টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা কর্মবিরতি পালন করেন তারা।

পরে মারধরে জড়িত এমআরটি পুলিশের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগের পর কাজে ফিরেছেন কর্মীরা। মেট্রোরেলের একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে একক যাত্রার টিকেট বিক্রি শুরু বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার (১৬ মার্চ) দিবাগত রাতে ঘটনায় কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ডিএমটিসিএলের কর্মকর্তা ও কর্মচারীরা

নাম প্রকাশ না করে মেট্রোরেলের এক কর্মী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মেট্রো স্টেশন আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ সদস্যদের রাখা হয়েছে। কিন্তু তারাই আমাদের কর্মীর গায়ে তুলেছে। তাই আমরা কর্মবিরতিতে আছি।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীরা ৬ দফা দাবি জানিয়েছে। এগুলো হলো-

আগামী এক কার্যদিবসের মধ্যে ঘটনার মূল হোতা উক্ত পুলিশ সদস্যকে (এস আই মাসুদ) স্থায়ীভাবে বরখাস্ত করতে হবে ও ঘটনার সঙ্গে জড়িত সকল পুলিশ সদস্যকে শাস্তি দিতে হবে এবং তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। মেট্রোরেল, মেট্রো স্টাফ ও যাত্রীদের নিরাপত্তার জন্য নিজস্ব সশস্ত্র বাহিনী গড়ে তুলতে হবে। এমআরটি পুলিশকে অবিলম্বে বাতিল করতে হবে।

এছাড়াও স্টেশনে দায়িত্বরত সিআরএ টিএমও, স্টেশন কন্ট্রোলারসহ অন্যান্য সকল কর্মীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অফিসিয়াল পরিচয় পত্র ছাড়া ও অনুমতি ছাড়া কোনো ব্যক্তি যেন স্টেশনের পেইড জোনে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।
 আহত কর্মীর সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে।

এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত মেট্রোরেলের সকল স্টাফ কর্মবিরতি পালন করবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।